ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ধীর-গতির বোলিংয়ের জন্য জরিমানার কবলে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আইসিসি তাদেরকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করেছে। রোববার (৩১ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
শুক্রবার ত্রিনিদাদে অনুষ্ঠিত হয় পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের প্রথম ম্যাচেই ৬৮ রানের ব্যবধানে হারের স্বাদ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচ শেষে অন-ফিল্ড আম্পায়ার লেসলি রেইফার, নিগেল ডুইগুইড, থার্ড আম্পায়ার গ্রেগ ব্রেথওয়েট এবং চতুর্থ আম্পায়ার প্যাট্রিক গাস্টার্ড ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে ধীর-গতির ওভার রেটের অভিযোগ আনেন। পরে আইসিসি নিয়মানুযায়ী জরিমানা করে।
বিবৃতিতে আইসিসি জানায়, ‘আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী স্লো-ওভার রেটের সাথে জড়িত বা নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে প্রত্যক ওভারের জন্য ওই খেলোয়াড়ের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়।’
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান অপরাধ স্বীকার করায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। প্রথম ম্যাচে হারের পর সোমবার সেন্ট কিটসে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত।
স্পোর্টসমেইল২৪/আরএস