চতুর্থ বাংলাদেশি হিসেবে মোসাদ্দেকের শিকার পাঁচ উইকেট 

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ৩১ জুলাই ২০২২
চতুর্থ বাংলাদেশি হিসেবে মোসাদ্দেকের শিকার পাঁচ উইকেট 

চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এর আগে বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়েছিলেন সাকিব আল হাসান, ইলিয়াস সানি ও মোস্তাফিজুর রহমান।

রোববার (৩১ জুলাই) হারারে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়েন মোসাদ্দেক হোসেন সৈকত। ম্যাচের প্রথম বলে ওপেনার রেগিস চাকাভাকে ফিরিয়ে ভালো কিছুর ইঙ্গিত দেন মোসাদ্দেক। একই ওভারের শেষ বলে আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান ওয়েসলি মাধেব্রেকে ফেরান তিনি।

ম্যাচের তৃতীয় ওভারে আবারও বোলিং আসেন মোসাদ্দেক। ওই ওভারে মোসাদ্দেককে রিভার্স সুইপ করতে গিয়ে লিটনের হাতে ক্যাচ তুলে দেন অধিনায়ক ক্রেইগ আরভিন।

পরের দুই ওভারে আরও দুইটি উইকেট শিকার করেন মোসাদ্দেক। শন উইলিয়ামস ও মিল্টন শুমবাকে ফেরান তিনি। মিলটন শুমবাকে নিজের দারুণ ক্যাচে পরিণত করেন দীর্ঘ দুই বছর পর টি-টোয়েন্টি খেলতে নামা হাসান মাহমুদ।

এতেই পাঁচ উইকেট পূর্ণ হয় মোসাদ্দেকের। নিজের কোটার পুরো চার ওভার বোলিং করে ২০ রান দিয়ে পাঁচ উইকেট নেন তিনি।

টি-টোয়েন্টিতে ২০১২ সালে বাংলাদেশের হয়ে প্রথম পাঁচ উইকেট শিকার করেন ইলিয়াস সানি। আয়ারল্যান্ডের বিপক্ষে বেলফাস্টে প্রথম পাঁচ উইকেট শিকার করেন তিনি। ১৩ রানে পাঁচ উইকেট নেন তিনি। এটাই এখন পর্যন্ত বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগার,

২০১৬ সালে ইডেন গার্ডেন্সে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই তালিকায় নাম তোলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ উইকেট শিকার করেন তিনি। তার খরচ ছিল ২২ রান।

২০১৮ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ রানে পাঁচ উইকেট শিকার করেন। পাঁচ উইকেট নিতে সাকিবের খরচ ২০ রান।

বাংলাদেশি বোলারদের মধ্যে টি-টোয়েন্টিতে সাকিব আল হাসান ও মোসাদ্দেক হোসেন যৌথভাবে দ্বিতীয় সেরা বোলিং ফিগারের মালিক। দুইজনই ২০ রান দিয়ে শিকার করেছেন পাঁচ উইকেট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

দারুণ উইকেট, জয় সম্ভব ছিল: সোহান

দারুণ উইকেট, জয় সম্ভব ছিল: সোহান

টি-টোয়েন্টির হাজার রানের ক্লাবে ৬ষ্ঠ বাংলাদেশি লিটন

টি-টোয়েন্টির হাজার রানের ক্লাবে ৬ষ্ঠ বাংলাদেশি লিটন

পাড়ার খেলা নয়, যে যোগ্য সে একাদশে থাকবে: তামিম

পাড়ার খেলা নয়, যে যোগ্য সে একাদশে থাকবে: তামিম

ভবিষ্যৎ না ভেবে বর্তমানে ভালো করতে চান আফিফ

ভবিষ্যৎ না ভেবে বর্তমানে ভালো করতে চান আফিফ