প্রথম ম্যাচে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে টস হারের সাথে ম্যাচ হারা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর মিশনে নেমেছে। একাদশে রয়েছে দুই পরিবর্তন।
রোববার (৩১ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ে এই ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। বাঁচা মরার লড়াইয়ে নামার আগে একাদশে দুইটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। পেসার তাসকিন আহমেদের বদলি হিসেবে মাঠে নামবেন হাসান মাহমুদ আর নাসুমের বদলি শেখ মাহেদী হাসান।
২০২০ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক টি-টোয়েন্টি খেলেছিলেন হাসান মাহমুদ। এরপর কোভিড সমস্যায় ও ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে থাকা এই পেসার টি-টোয়েন্টি একাদশে ফিরেছেন আড়াই বছর পর।
আর জাতীয় দলের জার্সিতে তাকে দেখা যাবে প্রায় দেড় বছর পর। ২০২১ সালের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি। সেবার অবশ্য খেলেছেন ওয়ানডে ফরম্যাটে।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয় পাওয়ায় বেশ আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে একাদশে আনেনি কোনো পরিবর্তন। আগের ম্যাচের একাদশ নিয়েই খেলবে তারা।
বাংলাদেশ একাদশ
মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মোসাদ্দকে হোসেন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মাহেদি হাসান।
জিম্বাবুয়ে একাদশ
রেজিস চাকাভা, ক্রেইগ আরভিন, ওয়েসলি মাধেভ্রে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জঙ্গে, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, তানাকা শিবাঙ্গা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর