তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ রানে হেরে গেছে বাংলাদেশ। শেষ দিকে দারুণ ব্যাটিং করেও দলকে জয় উপহার দিতে পারেননি অধিনায়ক নুরুল হাসান সোহান। ম্যাচ শেষে আক্ষেপও ঝড়েছে তার কণ্ঠে। বললেন, এ উইকেটে জয় পাওয়া সম্ভব ছিল।
শনিবার (৩০ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ওয়েসলি মাধেব্রে, শন উইলিয়ামস ও সিকান্দার রাজার ব্যাটিংয়ে ভর করে ২০৫ রানের লক্ষ্য দাঁড়া করায় স্বাগতিকরা।
২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো না হলেও লিটন দাস, নুরুল হাসান সোহান এবং নাজমুল হোসেন শান্তর ঝড়ো ব্যাটিংয়েও জয়ের বন্দরের কাছে গিয়ে পৌঁছে বাংলাদেশ। তবে জয় থেকে ১৭ রান দূরে থাকতেই থামে বাংলাদেশের ইনিংস।
ম্যাচ শেষে জয় না পাওয়ার আক্ষেপ ঝড়েছেন অধিনায়ক নুরুল হাসান সোহানের কণ্ঠে। তার মতে, মাঝের ওভারে রান তোলার বিষয়টি পরের ম্যাচে উন্নতি করতে চান। এছাড়া বোলাররা ১০-১৫ রান কম দিলে তা বেশ ভালো হতো।
নুরুল হাসান সোহান বলেন, “পরের ম্যাচে আমাদের কয়েকটা ওভারে উন্নতি করতে হবে। বোলিংয়ে ১০-১৫ রান কম দিলে ফল ভিন্ন হতে পারতো।”
বল হাতে স্বাগতিকদের প্রথম দিকে চাপে রাখতে পারলেও শেষ দিকে সিকান্দর রাজার ব্যাটিং ঝড়ে বড় সংগ্রহ পায় জিম্বাবুয়ে। ২৬ বলে অপরাজিত ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রাজা। তার এ ইনিংসে ৭টি চারের মারের সাথে ৪টি ছক্কার মার ছিল।
বাংলাদেশের অধিনায়ক বলেন, “উইকেটটা দারুণ ছিল। আমরা এ লক্ষ্য তাড়া করে জয় তুলতে পারতাম। আশা করি, পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো।”
বাংলাদেশ দলের সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে নতুন এক দল পাঠিয়েছে বিসিবি। যেখানে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এমনকি নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ নেই। নতুন এ দলের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে নুরুল হাসান সোহানের কাঁধে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর