সিনিয়দের ‘বিশ্রাম’ দিয়ে একদম তরুণ দলকে জিম্বাবুয়ে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনেকেই বলছেন বাংলাদেশের এই দলটি একদমই তরুণ ও অনভিজ্ঞ। কিন্তু এ কথা মানতে নারাজ এই সিরিজেই টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পাওয়া নুরুল হাসান সোহান।
সিনিয়ররা না থাকলেও বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলটা যে একেবারেই নতুন সেটা বলা যায় না। একমাত্র ওপেনার পারভেজ হাসান ইমনকেই নতুন বলা যায়। বাকিরা বেশ কয়েক বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে সংবাদ সম্মেলনে সোহানের মুখেও শোনা গেলো একই সুর।
সোহান বলেন, “আমাদের অনভিজ্ঞ দল বলতে পারেন না। বেশিরভাগ ছেলেই ৬-৭ বছর ধরে খেলছে, ফলে আমরা যথেষ্ট অভিজ্ঞ। দল নিয়ে খুশি।”
টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর মিশনে জিম্বাবুয়ের মুখোমুখি ‘নতুন’ বাংলাদেশ
অনভিজ্ঞ নয়, তরুণ দল বলা যেতে পারে বলে মনে করেন সোহান। জিম্বাবুয়ে কিছু শেখার জন্য নয় জিততে গিয়েছেন বলে মনে করিয়ে দেন খুলনার এই উইকেটরক্ষক ব্যাটার।
“তরুণ দল বলতে পারেন, শিখতে আসি নাই। চ্যালেঞ্জ থাকবে, জেতার জন্যই এসেছি। চ্যালেঞ্জের মুখোমুখি হবো, তবে সেটির জন্য প্রস্তুত আছি” যোগ করেন সোহান।
ঘরের মাঠে জিম্বাবুয়ে ভালো দল হলেও সিরিজ জিততে যথেষ্ট আশাবাদী সোহান। বলেন, “নিজেদের কন্ডিশনে তারা ভালো দল। তবে আমরা সিরিজ জিততেই এসেছি, সেটিই মূল বিষয়। অজুহাত দিতে চাই না। তিন ম্যাচের জন্য এসেছি। চ্যালেঞ্জ থাকবে, সেটি নিতে আগ্রহী। আশা করি, ভালো একটা সিরিজ হবে।”
সোহানের মুখেও এদিন শোনা গেল পুরোনো বাংলাদেশী ব্রান্ডের ক্রিকেট খেলার কথা। নিজেদের পাওয়ার হিটিং দুর্বলতা নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনা হচ্ছে ক্রিকেট মহলে।
একাধিক ক্রিকেটার তো পাওয়ার হিটিং নিয়ে রীতিমতো অসহায়ত্ব প্রকাশ করেছেন। অধিনায়ক সোহান বলছেন, পাওয়ার হিটিং না পারলেও নিজেদের শক্তির জায়গা দিয়েই ম্যাচ জিততে চান।
বলেন, “আমরা বাংলাদেশি, নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই। অনেক দলই হয়তো পাওয়ার হিটিং ভালো পারে। তবে আমরা যদি স্মার্ট এবং সেন্সিবল থাকি, তাহলে ওভার বাউন্ডারি না হলেও বাউন্ডারি মারতে পারব।”
ভবিষ্যৎ না ভেবে বর্তমানে ভালো করতে চান আফিফ
জিম্বাবুয়ের বিপক্ষে এখন পর্যন্ত ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। পাঁচ হারের বিপরীতে টাইগারদের জয় ১১ ম্যাচে।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শনিবার (৩০ জুলাই) বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।
স্পোর্টসমেইল২৪/এসকেডি