চোট থেকে সুস্থ হয়ে উঠতে পারেননি ভারতীয় ওপেনার কে এল রাহুল। যার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও তাকে পাচ্ছে না ভারত।
রাহুলের বদলি হিসেবে ভারতীয় দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসন। শুক্রবার (২৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাহুলের না থাকা ও স্যামসনের দলে ডাক পাওয়ার ব্যাপারে নিশ্চিত করেছে ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
স্যামসন আগে থেকেই দলের সাথে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রত্যেক ম্যাচেই মাঠে নেমেছেন তিনি।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণার সময়ই বলে দেওয়া হয়েছিল, ম্যাচ খেলার মতো ফিট হয়ে উঠলে তবেই দলে ঢুকবেন রাহুল। কিন্তু ফিটনেস পরীক্ষায় পাস করতে না পারায় দলে ফেরা হলো না তার।
৯ মাস পর উইন্ডিজ দলে ফিরলেন হেটমায়ার
ইনজুরি ছাড়াও গত সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন রাহুল। যার কারণে তাকে পূর্ণ বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দলের মেডিকেল টিম।
এর আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ও ইংল্যান্ডের বিপক্ষে কোনো ফরম্যাটেই খেলতে পারেননি তিনি। ধারণা করা হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন। কিন্তু শেষ পর্যন্ত না হওয়ায় ম্যাচের দিনই তার বদলি হিসেবে সঞ্জু স্যামসনকে দলে নিতে বাধ্য হলেন ভারতীয় নিবার্চকরা।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে রোহিত শর্মার দল।
স্পোর্টসমেইল২৪/এসকেডি