ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরেছেন ব্যাটার শিমরন হেটমায়ার। সর্বশেষ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন তিনি। এরপর এই প্রথম ক্যারিবিয়ানদের জার্সিতে তাকে দেখা যাবে।
ভারত সিরিজ শেষ হওয়ার আগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পা রাখবে নিউজিল্যান্ড। তাই দুই সিরিজের জন্য একই স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।
বিশ্বকাপের পর ফিটনেস সমস্যার কারণে দলের বাইরে ছিলেন হেটমায়ার। ফিটনেসে উন্নতি করে এবার দলে ফিরেছেন এই ক্রিকেটার। হেটমায়ারের দলে ফেরার দিনে স্কোয়াড থেকে বাদ পড়েছেন স্পিনার গুদাকেশ মতি। ইনজুরির কারণে তাকে ছাড়াই খেলতে নাম ক্যারিবিয়ানরা।
এছাড়া ফিটনেস সমস্যায় বাংলাদেশ সিরিজে থাকা এভিন লুইস জায়গা হারিয়েছেন। ব্যক্তিগত কারণে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে ছুটি নিয়েছেন ফ্যাবিয়ান অ্যালেন। আর ইনজুরির কারণে নেই শেলডন কটরেল। বরাবরের মতো এই দুই সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিবেন নিকোলাস পুরান।
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হলেও শেষ দুইটির ভেন্যু মার্কিন মুলুকের ফ্লোরিডা। নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলো উইন্ডিজেই অনুষ্ঠিত হবে।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড
ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, শামরাহ ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), শিমরন হেটমায়ার, ডেভন থমাস, রভম্যান পাওয়েল, ওডেন স্মিথ, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, কিমো পল, ডমিনিক ড্রেকস, আলজারি জোসেফ, ওবেদ ম্যাকয়, আকিল হোসেন ও হেইডেন ওয়ালশ জুনিয়র।
স্পোর্টসমেইল২৪/পিপিআর