টি-টোয়েন্টি বিশ্বকাপে অষ্টম আসরের বাকি মাত্র তিন মাসের একটু বেশি। এরই মধ্যে বিশ্বকাপের হাঁকডাক শুরু হয়ে গিয়েছে। বিশ্বকাপে ফল নিজেদের পক্ষে আনতে পরিকল্পনাও শুরু করে দিয়েছে দলগুলো।
এর মধ্যে আয়োজক দেশ অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং বেঁছে নিলেন, কারা খেলবে ফাইনাল। অস্ট্রেলিয়ার হয়ে দুইবারের ওয়ানডে বিশ্বকাপজয়ী এই অধিনায়কের মতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারত।
শুধু ফাইনালিস্ট নয়, জানিয়ে দিয়েছেন ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়াই জিতবে এবারের শিরোপা। আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন পন্টিং।
বলেন, “আমার মনে হয় ভারত এবং অস্ট্রেলিয়া ফাইনাল (টি-টোয়েন্টি বিশ্বকাপ) খেলবে। আমাকে বলতেই হবে, ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়াই শিরোপা জিতবে।”
১৩ দেশ ঘুরবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি
ক্রিকেট ইতিহাসের একমাত্র দল হিসেবে পাঁচটি ওয়ানডে বিশ্বকাপ জেতার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার দখলে। অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপটাই অধরা ছিল প্রথম ষষ্ট আসরে!
অবশেষে ৭ম আসরে ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে কাঙ্ক্ষিত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। তবুও মন ভরেনি পন্টিংয়ের।
তাই এবার ঘরের মাঠে দুর্দান্ত অস্ট্রেলিয়াকে শিরোপা জিতবে বলেই আশা পন্টিংয়ের। বলেন, “বর্তমান চ্যাম্পিয়নরা (অস্ট্রেলিয়া) এবার ঘরের কন্ডিশন পেয়েছে। যার কারণেই অস্ট্রেলিয়ার শেষ বিশ্বকাপ (২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা) জেতাটা খুব একটা বিশেষত্ব ছিল না।”
টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরলো জিম্বাবুয়ে, সঙ্গী নেদারল্যান্ডস
আরব আমিরাতে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতবে আশা করেননি, নির্দ্বিধায় স্বীকার করেন পন্টিং। “বিষয় হচ্ছে, আমি সহ অনেক মানুষই ভেবেছিল আরব আমিরাতের কন্ডিশনে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিততে পারবে না। কিন্তু তারা একটি উপায় খুঁজে নিয়েছিল (বিশ্বকাপ জেতার)” যোগ করেন পন্টিং।
চলতি বছরের ১৬ অক্টোবর প্রাথমিক পর্বে শ্রীলঙ্কা ও নামিবিয়ার ম্যাচ দিয়ে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। সুপার টুয়েলভ দিয়ে ২২ অক্টোবর শুরু হবে চূড়ান্ত পর্ব। প্রথম ম্যাচে মাঠে নামবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
স্পোর্টসমেইল২৪/এসকেডি