উইকেটের পিছনে দাঁড়িয়ে বোলার কিংবা ফিল্ডারদের বারবার উৎসাহ দেওয়ার কাজটা বেশ ভালোভাবেই করেন নুরুল হাসান সোহান। উইকেটের পিছনে দাঁড়িয়ে সতীর্থদের এই উৎসাহ দেওয়ার কাজটি বেশ ভালো চোখেই দেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই কারণেই জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কের দায়িত্বভারটা তার উপরেই দিয়েছে বিসিবি।
শুক্রবার (২২ জুলাই) নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সাথে বৈঠকের পর জিম্বাবুয়ে সিরিজে এই ফরম্যাটে নেতৃত্ব ভার নুরুল হাসান সোহানের উপর দেয় বিসিবি। ঠিক কি কারণে এই দায়িত্ব তার কাঁধেই চাপলো সেই ব্যাখ্যা দিয়েছে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, “ঘরোয়া ক্রিকেটে সে পরীক্ষিত, অনেক বেশি আক্রমণাত্মক। সে দলকে মোটিভেট করতে পারে। সেটা নির্বাচকদের সাথে আলোচনা করেই দায়িত্ব দেওয়া হয়েছে।”
শুধু সতীর্থদের উৎসাহ দেওয়ার বিষয়টি মাথায় নেয়নি বিসিবি। বরং, ঘরোয়া ক্রিকেটে দলকে নেতৃত্ব দেওয়ার বিষয়টিও নজরে রেখেছে তারা। সর্বশেষ প্রিমিয়ার লিগের শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে চ্যাম্পিয়ন করতে ভূমিকা রাখার বিষয়টিও নজরে রেখেছে তারা।
এই বিষয়ে জালাল ইউনুস বলেন, “সে লোকাল টিমে ক্যাপ্টেনসি করেছে। প্রিমিয়ার লিগে অধিনায়কত্ব করেছে। ওদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি দেখেছি।”
তবে নুরুল হাসান সোহানকে অধিনায়ক করার বিষয়টি কারো একার সিদ্ধান্ত ছিল না বলেও জানান জালাল ইউনুস। বোর্ডের সবার সাথে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে বলেন, “ক্যাপ্টেন দেওয়ার সিদ্ধান্তটা কারো একার না, বোর্ডের সিদ্ধান্ত। বোর্ডে সবার সাথে আলাপ আলোচনা করেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর