ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে বাংলাদেশ দলের ভবিষ্যত গন্তব্য জিম্বাবুয়ে। সেখানে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি সিরিজের জন্য তরুণ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে জায়গা পাননি অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।
বেশ আগেই জিম্বাবুয়ে সিরিজ থেকে ছুটি নিয়ে রেখেছিলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। স্বাভাবিকভাবেই তিনি নেই জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি স্কোয়াডে। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় নেই ওপেনার তামিম ইকবাল।
ওয়েস্ট ইন্ডিজ সফরের মাহমুদউল্লাহ রিয়াদের অধিনায়ক নিয়ে তৈরি হয়েছিল নানা সমালোচনা। তখনই থেকেই গুঞ্জন ছিল অধিনায়কত্ব হারানোর পাশাপাশি টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়তে পারেন রিয়াদ। সেই শঙ্কায় সত্যি হয়েছে। টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ।
তিনি ছাড়াও জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, এই দুই সিনিয়র ক্রিকেটারকে দেওয়া হয়েছে বিশ্রাম।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের স্কোয়াড করা হয়েছে তারুণ্য নির্ভর। দলে ডাক পেয়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। এছাড়াও আছেন পেসার হাসান মাহমুদ। ইনজুরির কারণে ২০২১ সালে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি।
একই বছর নিউজিল্যান্ড সফরে দলে থাকলেও খেলতে পারেননি তিনি। ইনজুরির কারণে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয়েছিল। এদিকে পারভেজ হোসেন ইমন দ্বিতীয়বারের মতো জাতীয় দলে ডাক পেলেন। এর আগে ২০২১ সালে ঘরে মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছিলেন। সেবার অবশ্য ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড
মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, আফিফ হোসেন , নুরুল হাসান সোহান (অধিনায়ক) , শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত , মেহেদি হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত।
স্পোর্টসমেইল২৪/পিপিআর