তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮৮ রানের জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। বল হাতে হ্যাটট্রিক করে দলকে জেতাতে বড় ভূমিকা রেখেছেন মিচেল ব্রেসওয়েল। তার হ্যাটট্রিকে নিউজিল্যান্ড শুধু ম্যাচ জিতেনি, রেকর্ড বুকেও এসেছে অনেকগুলো পরিবর্তন।
ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামা মিচেল ব্রেসওয়েল, আয়ারল্যান্ডের বিপক্ষেই প্রথম বল হাতে নিয়েছিলেন। টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের প্রথম ওভারেই তুলে নিয়েছেন হ্যাটট্রিক।
ক্যারিয়ারের প্রথম ওভারে হ্যাটট্রিক করা প্রথম ও একমাত্র বোলার মিচেল ব্রেসওয়েল। কিউইদের হয়ে তিনি টি-টোয়েন্টিতে তৃতীয় হ্যাটট্রিকম্যান।
ব্রেসওয়েলের আগে কিউইদের হয়ে হ্যাটট্রিকের স্বাদ পেয়েছিলেন জ্যাকব ওরাম (২০১০) ও টিম সাউদি (২০১২)। এই দুইটি ছিল যথাক্রমে টি-টোয়েন্টিতে দ্বিতীয় ও তৃতীয় হ্যাটট্রিক। ব্রেসওয়েলেরটা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৫তম হ্যাটট্রিক।
ম্যাচে নিজের প্রথম ওভারে বোলিং করতে এসে হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন এখন পর্যন্ত দুইজন বোলার। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে নিজের প্রথম ওভারে হ্যাটট্রিকের স্বাদ পেয়েছিলেন অ্যাশটন অ্যাগার। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন ব্রেসওয়েল।
টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৫ হ্যাটট্রিকের মধ্যে চারটি আবার ডাবল হ্যাটট্রিক ছিল। চারজন বোলার ডাবল হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন। তারা হলেন- রশিদ খান (আফগানিস্তান), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড) ও জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)।
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে একরকম রেকর্ড করেই জিতেছে নিউজিল্যান্ড। আইরিশদের বিপক্ষে ৮৮ রানের এই জয় দেশের বাইরে কিউইদের সবচেয়ে বড় ব্যবধানের জয়। পরের অবস্থানগুলোতে আছে আয়ারল্যান্ডের বিপক্ষে ২০০৯ সালের ৮৩ রানের জয় ও জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৫ সালে ৮০ রানের জয়।
স্পোর্টসমেইল২৪/পিপিআর