তিন মাস পরে অস্ট্রেলিয়ায় পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের। ইতিমধ্যে বিশ্বকাপ সামনে রেখে প্রস্ততি নেওয়া শুরু করেছে দলগুলো।
টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ কখনোই ধারাবাহিকভাবে ভালো খেলতে পারেনি। বিশ্বকাপ আসরে তো আরও বাজে অবস্থা হয় টাইগারদের। ২০২১ সালে আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় ম্যাচে মাঠে নেমেও জয় পায়নি রিয়াদ-সাকিবরা।
তবে দর্শক ও মিডিয়ার চাপ সামলে অস্ট্রেলিয়ায় কিছু ম্যাচ জিততে চান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপে কখনো আমরা কোন ম্যাচ জিতিনি (মূল পর্বে)। প্রতিদ্বন্দ্বিতা করতে পারা হবে চ্যালেঞ্জের। এবার তীব্রভাবে কিছু ম্যাচ জিততে চাইব।'
আরব আমিরাতের মতো অস্ট্রেলিয়াতেও একই ফল হলে প্রবল সমালোচনার মুখে পড়তে হবে, সেটা খুব ভালো করেই জানেন ডমিঙ্গো। “খারাপ করলে মিডিয়া, দর্শক সবাই কাটাছেঁড়া করবে। কাজেই এই চাপ সামলাতে হবে। সব মনোযোগ রাখতে হবে নিজেদের খেলায়” যোগ করেন জাতীয় দলের হেডমাস্টার।
তামিমের সিদ্ধান্ত জানতে অপেক্ষায় বিসিবি
তবে অস্ট্রেলিয়ার মাটিতে ম্যাচ জিততে হলে নিজেদের সর্বোচ্চটা দিতে হবে বলেও মনে করিয়ে দেন ডমিঙ্গো। বিশ্বকাপের আসরে সমর্থকদের চাপও সামলাতে হবে মনে করেন তিনি।
বলেন, “বিশ্বকাপে ভালো ক্রিকেট খেলতে হবে। আমাদের স্কিলসেট,বোলিং আক্রমণ ভালো। বিশ্বকাপের মতো আসরের চাপ সামলাতে হবে। বাংলাদেশের মতো ক্রিকেট পাগল দেশে ক্রিকেটাররা চাপ অনুভব করে।”
বাংলাদেশ দলের চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টিতে ভরাডুবি হলেও ওয়ানডে সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিয়েছে বাংলাদেশ। তবে সেসবে মন নেই ডমিঙ্গোর, তার মনোযোগের কেন্দ্রবিন্দুতে শুধুই টি-টোয়েন্টি বিশ্বকাপ।
টি-টোয়েন্টি নিয়ে তামিমের বক্তব্যকে মিথ্যা বলছেন পাপন
“টোয়েন্টি বিশ্বকাপটাই আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এখন। ওয়ানডে বিশ্বকাপের বাকি আছে ১৫ মাসের মতো। অনেক ম্যাচও খেলব তার আগে। কাজেই আমাদের সব মনোযোগ থাকবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে” যোগ করেন ডমিঙ্গো
তবে অস্ট্রেলিয়াতে বাংলাদেশের বাছাই পর্ব খেলতে হচ্ছে না এবার। র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকায় এবার সরাসরিই বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ।
স্পোর্টসমেইল২৪/এসকেডি