শেরপুরে নাগরিক সংবর্ধনায় সিক্ত এশিয়া কাপ জয়ী জ্যোতি

হাকিম বাবুল হাকিম বাবুল প্রকাশিত: ০৬:১২ পিএম, ১৩ জুন ২০১৮
শেরপুরে নাগরিক সংবর্ধনায় সিক্ত এশিয়া কাপ জয়ী জ্যোতি

দেশের সীমান্তবর্তী শেরপুরে এখন সর্বত্র চলছে জ্যোতি বন্দনা। এশিয়া কাপ জয়ী বাংলাদেশ জাতীয় প্রমিলা ক্রিকেট দলের সদস্য নিগার সুলতানা জ্যোতিকে শেরপুরে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। আজ (বুধবার) দুপুরেই তিনি ঢাকা থেকে নিজ এলাকায় ফিরেছেন।

বুধবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে এশিয়া কাপ ফাইনালে ব্যাট হাতে দলীয় সর্বোচ্চ রান করা নিগার সুলতানা জ্যোতিকে এ নাগরিক সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। এ সময় তিনি এক লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা দেন জ্যোতির জন্য।

জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবাগত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আতিউর রহমান মিতুল, নাগরিক সংগঠক রাজিয়া সামাদ ডালিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জ্যোতির কোচ এসএম মোখলেসুর রহমান স্বপন, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ।

এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, খেলাঘরের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কোহিনুর বেগম বিদ্যুৎ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন।
Nigar Sultana
এর আগে আজই (বুধবার) রাজধানী ঢাকা থেকে প্রাইভেটকারযোগে শেরপুর শহরের রাজবল্লভপুর মহল্লার নিজ বাড়িতে আসার পথে চ্যাম্পিয়ন ক্রিকেটার জ্যোতিকে বহনকারী গাড়ি শেরপুর শহরের প্রবেশমুখে ভাতশালা ইউনিয়নের কানাশাখোলা মোড় হতে ব্যান্ডপার্টিসহ শতাধিক মোটর সাইকেল বহর তাকে স্বাগত জানায়। পরে ব্যান্ডপার্টির বাদ্য-বাজনার তালে তালে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে বাংলার বাঘিনী নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে সংবর্ধনাস্থল শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।

সেখানে অতিথিবৃন্দসহ শেরপুর পৌরসভা, জেলা ক্রীড়া সংস্থা, জেলা আইনজীবী সমিতি, শেরপুর প্রেসক্লাব, জেলা মহিলা ক্রীড়া সংস্থা, ডিএফএ, ক্রিকেট আম্পায়ার্স অ্যাসোসিয়েশন, জেলা ছাত্রলীগ, হোটেল আহার, জেলা চালকল মালিক সমিতি, অনন্যা বুটিক হাউজ, কাকলি সমিতি, খেলাঘর, মহিলা পরিষদ ছাড়াও বিভিন্ন সংস্থা, সংগঠন ও বিশিষ্ট নাগরিকদের পক্ষ থেকে জ্যোতির হাতে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।

জাতীয় প্রমীলা ক্রিকেট দলের নির্ভরযোগ্য সদস্য শেরপুরের মেয়ে নিগার সুলতানা জ্যোতি শহরের ১নং ওয়ার্ডের রাজবল্লভপুর মহল্লার সিরাজুল হক ও সালমা হকের মেয়ে। নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর এ উইকেটরক্ষক ও ব্যাটসম্যান গত ১০ জুন মালয়েশিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল খেলায় পরাশক্তি ভারতের বিপক্ষে ২৪ বলে দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ২৭ রান করেন।

তার ওই দ্রুতগতির রানই জয়ের ভীত গড়ে দেয়। পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি এবং অক্টোবরে ওয়ানডে অভিষেক ঘটে জ্যোতির। এরপর থেকেই বাংলাদেশ জাতীয় প্রমীলা ক্রিকেট দলের একজন নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হন জ্যোতি। ২০১৬ সালে আইসিসি নিগার সুলতানা জ্যোতিকে উদীয়মান সেরা ৫ নারী ক্রিকেটারের একজন বলে স্বীকৃতি দিয়েছিল।



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের প্রথম ট্রফি এনে দিল মেয়েরা

বাংলাদেশের প্রথম ট্রফি এনে দিল মেয়েরা

বাংলাদেশের চ্যাম্পিয়নে শেরপুরের মেয়ে জ্যোতির সর্বোচ্চ রান

বাংলাদেশের চ্যাম্পিয়নে শেরপুরের মেয়ে জ্যোতির সর্বোচ্চ রান

সালমাদের জন্য দুই কোটি টাকা পুরস্কার

সালমাদের জন্য দুই কোটি টাকা পুরস্কার

ভারতকেও উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

ভারতকেও উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা