সীমিত ওভারে ভারতের জার্সিতে দারুণ সময় কাটাচ্ছেন ডানহাতি পেসার ভুবনেশ্বর কুমার। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে প্রতিপক্ষকে ভোগানো ভুবনেশ্বর প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০০ ডট বল করার রেকর্ড গড়েছেন।
২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা ভুবনেশ্বর কুমার ক্যারিয়ারের শুরুতে পরিচিত পেয়েছিলেন নিজের সুইংয়ের জন্য। দারুণ সেই সুইংয়ে ব্যাটারদের প্যাভিলিয়নে ফেরত পাঠানোর পাশাপাশি ডট বল আদায়েও রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
শনিবার (৯ জুলাই) এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয়ে সিরিজ নিশ্চিত করে ভারত। সিরিজ জয়ের ওই ম্যাচে প্রথম বোলার হিসেবে ৫০০ ডট বল দেওয়ার রেকর্ড গড়েন এই পেসার।
দীর্ঘদিন ধরেই এই রেকর্ডে শীর্ষে আছেন ভুবনেশ্বর কুমার। দ্বিতীয় স্থানে থাকা ক্যারিবিয়ান বোলার স্যামুয়েল বদ্রি করেছেন ৩৮৩ ডট বল। এছাড়াও তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা টিম সাউদি ও মিচেল স্টার্ক করেছেন যথাক্রমে ৩৬৮ ও ৩৫৪ টি করে ডট বল।
ভুবনেশ্বরের এই দারুণ রেকর্ডের দিনে ম্যাচ জিতে নিয়েছে ভারত। অবশ্য এদিন ইংল্যান্ডের হয়ে রিচার্ড গ্লেসনের অভিষেকটাও ছিল মনে রাখার মতো। ৩৬ বছর বয়সী এই পেসার অভিষেক ম্যাচেই প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন কোহলি, রোহিত ও পান্থের মতো ব্যাটারদের।
আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬৮ টি-টোয়েন্টি খেলা ভুবনেশ্বর কুমার ২৩.৩১ গড়ে শিকার করেছেন ৭০ উইকেট। এর মধ্যে পাঁচ উইকেট নিয়েছেন একবার।
স্পোর্টসমেইল২৪/পিপিআর