টি-টোয়েন্টি সিরিজ ভারতের, ইংল্যান্ডকে চোখ রাঙাচ্ছে হোয়াইটওয়াশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৩ এএম, ১০ জুলাই ২০২২
টি-টোয়েন্টি সিরিজ ভারতের, ইংল্যান্ডকে চোখ রাঙাচ্ছে হোয়াইটওয়াশ

টানা দুই ম্যাচেই ইংল্যান্ডে উড়িয়ে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ জিতলো ভারত। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও রান তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের তোপে লক্ষ্য ছোঁয়ার আগেই অলআউট হয়েছে ইংলিশরা। দ্বিতীয় ম্যাচে ৪৯ রানের ব্যবধানে হারার পর ইংলিশদের চোখ রাঙাচ্ছে হোয়াইটওয়াশ! 

প্রথম ম্যাচ জেতার পর শনিবার ( ১০ জুলাই) এজসবাস্টনে সিরিজের জয়ের লক্ষ্যে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। টস জিতে এদিন একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নামে সফরকারীরা। একাদশে ফেরেন বিরাট কোহলি, ঋষভ পান্থ, রবীন্দ্র জাদেজা ও জাসপ্রিত বুমরাহ। অন্যদিকে ইংলিশ দলে অভিষেক হয় ৩৪ বছর বয়সী রিচার্ড গ্লেসনের। 

রোহিত শর্মার সঙ্গে এদিন ওপেন করতে নামেন উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থ। দু’জনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ঝড়ো শুরু পায় ভারত। প্রথম চার ওভারে ৪৩ রান তুলে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিলেন দুই ভারতীয় ওপেনার।

৪.৫ ওভারে ২০ বলে ৩১ রান করে অভিষিক্ত গ্লেসনের বলে রোহিত আউট হলে ভাঙে ৪৯ রানের ওপেনিং জুটি। এরপরই আচমকা ধ্বস নামে ভারতের ব্যাটিং লাইনআপে। মাত্র ৪০ রানেই চার উইকেট হারায় তারা।

কোহলি পারফর্ম না করলে বাদ দেওয়া হোক: কপিল দেব

তিনে নামা কোহলি সাম্প্রতিক সময়ের মতো এদিনও ব্যর্থ! দলীয় ৬১ রানে ব্যক্তিগত মাত্র এক রান করেই ফিরে যান অভিষিক্ত গ্লেসনের দ্বিতীয় শিকার হয়ে। একই রানে পান্থকেও ফিরিয়ে দিয়ে নিজের অভিষেকটা রাঙিয়ে তোলেন গ্লেসন।

এরপর স্কোরবোর্ডে ২৮ রান যোগ হওয়ার পর একই রানে আবারও দুই উইকেট হারায় ভারত। দলীয় ৮৯ রানে সুরিয়া কুমার যাদব ও হার্দিক পান্ডিয়াকে পরপর দুই বলে ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন ইংলিশ পেসার ক্রিস জর্ডান। 

 sportsmail24

শেষ দিকে রবীন্দ্র জাদেজা ছাড়া আর কোনো ভারতীয় ব্যাটারই বলার মতো ইনিংস খেলতে পারেননি। জাদেজার ২৯ বলে ৪৬ রানের দুর্দান্ত ইনিংসে ১৭০ রানের বড় সংগ্রহ পায় ভারত। ইংলিশদের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন অভিষিক্ত রিচার্ড গ্লেসন। চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন তিনি। 

সিরিজ বাঁচানোর লড়াইয়ে ব্যাট করতে নামা ইংলিশরা ইনিংসের প্রথম বলেই হারায় জেসন রয়কে। এরপর ১১ রানে জস বাটলারকে হারনোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা স্বগাতিকরা কখনোই ম্যাচ জয়ের পথে ছিল না। 

পাওয়ারপ্লের ছয় ওভারে ৩৬ রানে তিন উইকেট হারে শুরুতেই ম্যাচ থেকে পিছিয়ে যায় ইংল্যান। এরপর ৪১ রানে হ্যারি বুক, ৫৫ রানে ডেভিড মালান ও ৬০ রানে স্যাম কুরানকে হারানোর পর এই ম্যাচের সম্ভাবনা শেষ হয়ে যায় ইংলিশদের জন্য। 

sportsmail24

ইংলিশ ব্যাটিং লাইনআপে বলার মতো লড়াই করেছেন শুধু মঈন আলি ও ডেভিড উইলি। দলীয় ৯৪ রানে ২১ বলে ৩৫ রানে মঈনকে ফিরিয়ে দেন হার্দিক পান্ডিয়া। এরপর শেষদিকে উইলির ২২ বলে ৩৩ রানের ইনিংস শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে। 

শেষ পর্যন্ত ১৬.৬ ওভারে শেষ ইংলিশ ব্যাটার হিসেবে ম্যাথিউ পার্কিনসন ফিরে গেলে ১২১ রানেই শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। অন্যপ্রান্তে অপরাজিত থাকেন উইলি। বল হাতে তিন ওভারে মাত্র ১৫ রানে তিন উইকেট নিয়ে ভারতীয় বোলিং আক্রমণে সবচেয়ে সফল  ভুবনেশ্বর কুমার। 

ভারতীয় অধিনায়কদের মধ্য দ্রুততম রোহিত, পিছনে ফেললেন কোহলিকে

এই জয়ে তিন ম্যাচের সিরিজের দুই জয়ে ইতিমধ্যে সিরিজ জিতে নিয়েছে ভারত। শেষ ম্যাচে না জিততে পারলে হোয়াইটওয়াশ হতে হবে। ২০১৮ সালের পর ঘরের মাঠে এই প্রথম কোনো টি-টোয়েন্টি সিরিজ হালো ইংলিশরা। সিরিজের শেষ ম্যাচে রোববার (১০ জুলাই) ট্রেন্টব্রিজে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হবে দল দু’টি। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

‘আরও ২-৩ জন অলরাউন্ডার থাকলে এই প্রশ্নগুলো হতো না’

‘আরও ২-৩ জন অলরাউন্ডার থাকলে এই প্রশ্নগুলো হতো না’

সাকিব আছে বা নেই, এটা তেমন গুরুত্বপূর্ণ নয়: পুরান

সাকিব আছে বা নেই, এটা তেমন গুরুত্বপূর্ণ নয়: পুরান

বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টিকে বিদায় বলবেন ফিঞ্চ

বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টিকে বিদায় বলবেন ফিঞ্চ

কোহলি বিশ্রাম চাওয়াতে খুশি নন সৌরভ!

কোহলি বিশ্রাম চাওয়াতে খুশি নন সৌরভ!