বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টিকে বিদায় বলবেন ফিঞ্চ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৬ পিএম, ০৯ জুলাই ২০২২
বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টিকে বিদায় বলবেন ফিঞ্চ

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। এই আসর শেষেই ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণকে বিদায় জানাবেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। বিশ্বকাপ শুরুর প্রায় তিন মাস আগেই এমন ইঙ্গিত দিয়েছেন এই ক্রিকেটার।

লম্বা সময় ধরেই ব্যাট হাতে খুব একটা ভালো সময় কাটাচ্ছেন না অ্যারন ফিঞ্চ। এরমধ্যেও শ্রীলঙ্কা সফরে ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। এমন অবস্থাতেও তার উপরই অধিনায়কত্বের ভরসা রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তার অধীনেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবে অস্ট্রেলিয়া।

ব্যাট হাতে নিয়মিত রান না পাওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন অ্যারন ফিঞ্চ। এমন অবস্থাতেও বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে প্রস্তুত এই ক্রিকেটার।

ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণকে বিদায় বললেও ওয়ানডে ক্রিকেট থেকে শীঘ্রই সরে দাঁড়াচ্ছেন না। ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ খেলে তবেই তুলে রাখতে চান ব্যাট প্যাড।

তিনি বলেন, “সবকিছু পরিকল্পনা মতো থাকলে সবকিছুতে (টি-টোয়েন্টি থেকে অবসর) ফুলস্টপ পড়তে পারে। এটা অবশ্যই ৫০ ওভারের দিকে মনোযোগ শিফট হবে।”

তিনি আরও বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমার মনে হয় না ১২ মাসে খুব বেশি টি-টোয়েন্টি খেলা আছে। আমি আসলে কিছু জানি না। আপনি যখন মিড ৩০ এ আসবেন তখন এটা স্বাভাবিকভাবেই ঘটে।”

শুধু ফিঞ্চ নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিতে পারেন ডেভিড ওয়ার্নারও। মূলত ওয়ানডে ও টেস্টে মনোযোগ দিতে এমন সিদ্ধান্ত নিতে পারেন এই বাঁহাতি ওপেনার। বেশ আগেই নিজের অবসরের সিদ্ধান্ত জানিয়ে রেখেছেন উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু ওয়েড।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

স্মিথ দেখতে চান, ইংল্যান্ড কতদিন এইভাবে খেলতে পারে!

স্মিথ দেখতে চান, ইংল্যান্ড কতদিন এইভাবে খেলতে পারে!

ওয়ার্নারের অধিনায়কত্বে আজীবন নিষেধাজ্ঞা, স্ত্রীর দাবি 'অনায্য'

ওয়ার্নারের অধিনায়কত্বে আজীবন নিষেধাজ্ঞা, স্ত্রীর দাবি 'অনায্য'

সাদা পোশাকে এখনই ফেরা হচ্ছে না অ্যাগারের

সাদা পোশাকে এখনই ফেরা হচ্ছে না অ্যাগারের

অস্ট্রেলিয়ার সাথে সম্প্রচার চুক্তি বাতিল চায় চ্যানেল সেভেন

অস্ট্রেলিয়ার সাথে সম্প্রচার চুক্তি বাতিল চায় চ্যানেল সেভেন