সালমাদের জন্য দুই কোটি টাকা পুরস্কার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৫ পিএম, ১১ জুন ২০১৮
সালমাদের জন্য দুই কোটি টাকা পুরস্কার

এশিয়া কাপে শিরোপা জয়ী বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার চ্যাম্পিয়ন মেয়েরা দেশে ফেরার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তাদের বেতন-ভাতা বাড়ানোর জন্যও কাজ শুরু করে দিয়েছে বিসিবি।

মালয়েশিয়াে থেকে দেশে ফিরে নারী ক্রিকেটাররা সরাসরি চলে যান প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক ইফতার পার্টি ও দোয়া মাহফিলে অংশ নেন তারা।

সেখানে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বোনাসের ঘোষণা দেন। তিনি বলেন, ‘দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ঘটনা মেয়েদের এশিয়া কাপ জয়।’

এশিয়া কাপ জয়ী প্রত্যেক খেলোয়াড় এ বোনাস থেকে ১০ লাখ টাকা করে পাবেন। তবে সেরা পারফর্মার আর উদীয়মান তারকাদের জন্য আরও কিছু বাড়তি অঙ্ক রেখেছে বিসিবি।

বেতন-ভাতা বৃদ্ধির বিষয়টি পর্যালোচনা করার জন্য বিসিবির ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজকে দায়িত্ব দিয়েছে বিসিবি। বোর্ড সভাপতি জানান, ‘মেয়েদের বেতন-ভাতা যৌক্তিক বৃদ্ধির জন্য সুপারিশ জমা দিতে কাজ করছে ওয়ার্কিং কমিটি। দুদিনের মধ্যেই বিষয়টি পর্যালোচনা করে বোর্ডে সুপারিশ জমা দেবেন তারা।’

এর আগে আজ সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় দেশে ফেরেন নামে সালমা খাতুনের দল। বিকেল ৫.৫০ মিনিটে বাংলাদেশে অবতরণ করার কথা থাকলেও ফ্লাইট বিলম্বের কারণে ৪০ মিনিট দেরিতে অবতরণ করেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

দেশে ফিরেছেন সালমা-রুমানারা

দেশে ফিরেছেন সালমা-রুমানারা

বাংলাদেশের চ্যাম্পিয়নে শেরপুরের মেয়ে জ্যোতির সর্বোচ্চ রান

বাংলাদেশের চ্যাম্পিয়নে শেরপুরের মেয়ে জ্যোতির সর্বোচ্চ রান

বাংলাদেশের প্রথম ট্রফি এনে দিল মেয়েরা

বাংলাদেশের প্রথম ট্রফি এনে দিল মেয়েরা

হোয়াইটওয়াশের লজ্জার দিনেও সাকিবের রেকর্ড

হোয়াইটওয়াশের লজ্জার দিনেও সাকিবের রেকর্ড