টানা চার ম্যাচ জয়ে ফাইনালে ওঠার পর ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দেশের প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা এনে দিয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। এবার সেই সোনালী ট্রফি নিয়ে দেশে ফিরলেন সালমা-রুমানারা।
সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এশিয়ার সেরা দলটিকে নিয়ে ইউএস-বাংলা এয়ালাইনসের বিএস-৩১৬ ফ্লাইট ঢাকায় পৌঁছে। ঢাকার হযরত শাহজালালে ৫টা ৫০ মিনিটে অবতরণের কথা থাকলেও ৩০ মিনিট বিলম্ব হয়।
বিমানবন্দর থেকে টিম টাইগ্রেসরা সরাসরি যোগ দেন সোনারগাঁও হোটেলে বিসিবি আয়োজিত ইফতারে। যেখানে সালমা-রুমানাদের সংবর্ধনা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বোর্ডের অন্য কর্মকর্তারা।
সাজসাজ রবে সকলে অপেক্ষা করছেন মেয়েদের বরণ করে নেয়ার জন্য। অভাবনীয় সাফল্যের পুরস্কার হিসেবে ঘোষণা করা হবে বোনাস, আসবে বেতন বাড়ানোর ঘোষণাও।
দেশ ছাড়ার আগে এশিয়া কাপের ফাইনাল খেলার লক্ষ্যের কথা বলেছিলেন সালমা খাতুন। সাউথ আফ্রিকা থেকে বিধ্বস্ত হয়ে (৮ ম্যাচ হার) ফেরা দলের অধিনায়কের কথাটা ‘কথার কথা’ হিসেবেই ধরেছিল সবাই। সালমা যে আত্মবিশ্বাস থেকেই ফাইনালের স্বপ্ন দেখিয়েছেন, সেটাই প্রমাণ হয়েছে শিরোপা জয়ে।