বর্ণবাদ রুখতে এজবাস্টনের গ্যালারিতে থাকবে গোপন পর্যবেক্ষক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ০৮ জুলাই ২০২২
বর্ণবাদ রুখতে এজবাস্টনের গ্যালারিতে থাকবে গোপন পর্যবেক্ষক

ইংল্যান্ড ও ভারতের মধ্যকার টেস্ট চলাকালীন এজবাস্টনের গ্যালারিতে উঠেছিল বর্ণবাদের অভিযোগ। সেই অভিযোগের তদন্ত করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেই তদন্ত চলাকালীন একই মাঠ গড়াবে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। সেই ম্যাচে গ্যালারিতে গোপন পর্যবেক্ষক রাখার সিদ্ধান্ত নিয়েছে এজবাস্টন কর্তৃপক্ষ।

সাধারণত ফুটবল মাঠে খেলাচলাকালীন মাঠে গোপন পর্যবেক্ষক ব্যবহার করে ক্লাবগুলো। যাতে কোনো সমর্থকের উগ্রবাদী কিংবা বৈষম্যমূলক আচরণ সহজেই ধরা পড়ে। এবার সেই পথেই হাঁটছে এজবাস্টন কর্তৃপক্ষ।

কাউন্টি দল ওয়ারউইকশায়ারের মাঠ এজবাস্টন। ওই ঘটনার পর সমর্থকদের বিষয়ে নিজেরাও তদন্ত শুরু করেছে ক্লাবটি। এবার গোপন পর্যবেক্ষক রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।

এই বিষয়ে ওয়ারউইকশায়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, “সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে উত্তেজনাপূর্ণ টেস্ট ম্যাচগুলির একটি ছিল এটি, যা দেখেছে প্রায় ১ লাখ মানুষ। কিন্তু এরিক হলিস স্ট্যান্ডে ভারতের সমর্থকদের বেপরোয়া বর্ণবাদী আচরণের শিকার হওয়ার ব্যাপারটি আমরা আড়াল করতে পারি না।” 

সামনের দিনগুলোতে এজবাস্টনে রয়েছে ক্রিকেটের ব্যস্তসূচি। ইংল্যান্ড ও ভারতে মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ছাড়াও এই মাঠে বসবে ভাইটালিটি ব্লাস্টের দুই সেমি-ফাইনাল ও ফাইনাল। এছাড়াও রয়েছে বার্মিংহাম কমনওয়েলথ গেমসের নারী ক্রিকেট ম্যাচ।

ম্যাচগুলোতে দর্শকরা যেন কোনোভাবেই বর্ণবাদী আচরণের শিকার না হন, সেই কারণে এই গোপন পর্যবেক্ষক রাখার সিদ্ধান্ত নিয়েছে ওয়ারউইকশায়ার কর্তৃপক্ষ। এছাড়াও থাকবে বাড়তি পুলিশ উপস্থিতি।

ক্লাবটি জানিয়েছে, পরবর্তী ম্যাচগুলিতে সকল সমর্থককে ‘এজবাস্টন অ্যাপ’ এর মাধ্যমে বিচক্ষণতার সঙ্গে বাজে আচরণকারীদের বিরুদ্ধে রিপোর্ট করার জন্য উৎসাহিত করা হবে। ঘৃণামূলক অপরাধের জন্য কেউ দোষী সাব্যস্ত হলে তাকে কেবল এজবাস্টন থেকেই নয়, ইসিবির নিয়ন্ত্রণাধীন সকল ভেন্যু থেকে নিষিদ্ধ করা হবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বিশ্রাম চাইছেন কোহলি

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বিশ্রাম চাইছেন কোহলি

নারী ইউরোর চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই রেকর্ড সংখ্যক দর্শক

নারী ইউরোর চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই রেকর্ড সংখ্যক দর্শক

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বেয়ারস্টোর বড় লাফ, দশের বাইরে কোহলি

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বেয়ারস্টোর বড় লাফ, দশের বাইরে কোহলি

টেস্ট ক্রিকেটকে 'নতুন জীবন' দিতে চায় ইংল্যান্ড

টেস্ট ক্রিকেটকে 'নতুন জীবন' দিতে চায় ইংল্যান্ড