ম্যাচ হারের সাথে জরিমানাও গুনছে বাংলাদেশ 

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৮ পিএম, ০৬ জুলাই ২০২২
ম্যাচ হারের সাথে জরিমানাও গুনছে বাংলাদেশ 

ডোমিনিকায় বাজে এক ভ্রমণ শেষে বাংলাদেশ দলের বর্তমান ঠিকানা গায়ানা। এখানে এসেই জরিমানার খবর শুনতে হয়েছে পুরো দলকে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

বৃষ্টির কারণে ডোমিনিকায় প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছে। দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়িয়েছিল নির্ধারিত সময়ে। ওই ম্যাচ ক্যারিবিয়ান ব্যাটারদের মারকাটারি ব্যাটিংয়ে ছন্নছাড়া হওয়া বাংলাদেশ দল বোলিং শেষ করতে সময় নিয়েছে বাড়তি সময়। এই কারণেই তাদেরকে এবার দিতে হবে জরিমানা।

বুধবার (৬ জুলাই) এক বিবৃতিতে বাংলাদেশ দলকে জরিমানার কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তারা জানিয়েছে, পুরো ২০ ওভার শেষ করতে যত সময়ের প্রয়োজন ছিল, তার চেয়ে এক ওভার পিছিয়ে ছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। এই কারণেই পুরো দলকে ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

মাঠে দায়িত্ব পালন করা আম্পায়ার রেইফার জুনিয়র ও নাইজেড ডুগুই, তৃতীয় আম্পায়ার গ্রেগরি ব্রাফেট ও চতুর্থ আম্পায়ার প্যাট্রিক গাস্টার্ড বাংলাদেশ দলের বিরুদ্ধে এই অভিযোগ আনে। তাদের এই অভিযোগের ভিত্তিতে জরিমানা করেছে আইসিসি। মাহমুদউল্লাহ রিয়াদ অভিযোগ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, কোনো দল বোলিংয়ের ক্ষেত্রে নির্ধারিত সময়ের চেয়ে যত ওভার পিছিয়ে থাকবে, তার প্রতি ওভারের জন্য দলের খেলোয়াড়দের ম্যাচ ফি-র ২০ শতাংশ করে কাটা পড়বে।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশ। বৃহস্পতিবার (৭ জুলাই) গায়ানায় বাংলাদেশ সময় রাত ১১.৩০ মিনিটে নামবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ইকোনমি বাড়ার জন্য উইকেটকে দায়ী করছেন মোস্তাফিজ

ইকোনমি বাড়ার জন্য উইকেটকে দায়ী করছেন মোস্তাফিজ

ক্যারিবীয় সফর শেষে জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ দল

ক্যারিবীয় সফর শেষে জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ দল

সাকিবের ওভারই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে: পাওয়েল

সাকিবের ওভারই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে: পাওয়েল

টি-টোয়েন্টির দুই হাজারি ক্লাবে দ্বিতীয় বাংলাদেশি সাকিব

টি-টোয়েন্টির দুই হাজারি ক্লাবে দ্বিতীয় বাংলাদেশি সাকিব