ডোমিনিকায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে পরিত্যক্ত প্রথম টি-টোয়েন্টিতেও টস জিতেছিল ক্যারিবিয়ানরা। প্রথম টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেও দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবিয়ান অধিনায়ক নিকোলাস পুরান।
রোববার (৩ জুলাই) ডোমিনিকার উইন্ডসর পার্কে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে নামার সুযোগ পেয়েছিল বাংলাদেশ।
ওই ম্যাচে ব্যাট হাতে ভালো করতে না পারায় বাদ পড়েছেন ওপেনার মুনিম শাহরিয়ার। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন। এছাড়াও স্পিনার নাসুম আহমেদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন পেসার তাসকিন আহমেদ।
বাংলাদেশ একাদশের মতো পরিবর্তন আছে ওয়েস্ট ইন্ডিজ। ইনজুরির কারণে ক্যারিবিয়ান একাদশ থেকে পড়েছেন ডেভন থমাস। তার পরিবর্তে একাদশে ঢুকেছেন পেসার কিমো পল।
সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় দু’দলের সামনেই থাকছে এগিয়ে সিরিজে এগিয়ে যাওয়ার সুযোগ। এই মাঠে তিন টি-টোয়েন্টি খেলে মাত্র এক ম্যাচে জয় পেয়েছে ক্যারিবিয়ানরা।
বাংলাদেশ একাদশ
এনামুল হক বিজয়, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
কাইল মায়ার্স, ব্রেন্ডন কিং, শামারহ ব্রুকস, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, কিমো পল, ওডেন স্মিথ, রোমারিও শেফার্ড, আকিল হোসেইন, ওবেদ ম্যাকয়, হেইডেন ওয়ালশ জুনিয়র।
স্পোর্টসমেইল২৪/পিপিআর