টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে তাসমান পাড়ের দেশ নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। স্বাগতিক নিউজিল্যান্ড ও বাংলাদেশের পাশাপাশি এই সিরিজে খেলবে পাকিস্তান। এই ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
বিশ্বকাপের আগ মুহূর্তে ৮ অক্টোবর শুরু হবে এই ত্রিদেশীয় সিরিজ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই লেগ পদ্ধতির এই টুর্নামেন্টে প্রত্যেকটি দল দুইবার করে প্রত্যেকের মুখোমুখি হবে।
টুর্নামেন্টের বাংলাদেশের ম্যাচগুলো আয়োজিত হবে ৮, ১০,১১ ও ১২ অক্টোবর। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই আয়োজিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।
নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের আগে বাংলাদেশ দল জিম্বাবুয়ে সফর করবে। এই সফরে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে নিশ্চিতভাবেই ১০ টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে পারলে ম্যাচ সংখ্যা দাঁড়াবে ১১ টি-তে।
সর্বশেষ ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ। ওই সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। আইরিশদের মাঠে অনুষ্ঠিত ওই সিরিজ জিতেছিল টাইগাররা। এটাই এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের একমাত্র বহুজাতিক টুর্নামেন্টের শিরোপা।
চলতি বছরের ২৪ অক্টোবর বিশ্বকাপের প্রাথমিক পর্বে গ্রুপ ‘এ’-র বাধা পেরিয়ে আসা চ্যাম্পিয়ন দলের সাথে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। টুর্নামেন্টের সুপার টুয়েলভে সরাসরি খেলবে বাংলাদেশ। বাংলাদেশের গ্রুপ সঙ্গী হিসেবে আছে- ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এছাড়াও প্রাথমিক পর্বে গ্রুপ ‘এ’ রানার্স আপ ও গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন যুক্ত হবে বাংলাদেশের গ্রুপে।
ত্রিদেশীয় সিরিজ সূচি
৮ অক্টোবর- নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ
৯ অক্টোবর- পাকিস্তান বনাম নিউজিল্যাড
১০ অক্টোবর-বাংলাদেশ বনাম পাকিস্তান
১১ অক্টোবর- নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ
১২ অক্টোবর- বাংলাদেশ বনাম পাকিস্তান
১৩ অক্টোবর- নিউজিল্যান্ড বনাম পাকিস্তান
১৪ অক্টোবর- ফাইনাল
টুর্নামেন্টের সবগুলো ম্যাচই আয়োজিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর