দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১০ পিএম, ০৫ জুন ২০১৮
দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

ফাইল ফটো

ভারতের দেরাদুনে তিনম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪৫ রানের হেরে গেছে বাংলাদেশ। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভালো অবস্থায় আফগানরা। অন্যদিকে চাপে টাইগাররা।

এ অবস্থায় সিরিজের দ্বিতীয় ম্যাচে একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেমের অধিনায়ক সাকিব আল হাসান।

এ ম্যাচে সৌম্য সরকারকে ফিরিয়ে আনা হয়েছে। তার সঙ্গে একাদশে ফিরেছেন আবু হায়দার রনি। আর একাদশ থেকে বাদ পড়েছেন হাছান ও আবু জায়েদ চৌধুরী রাহী।

সিরিজে পিছিয়ে থেকেও জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। না দেখে উপায়ও নেই। আজ হারলেই সিরিজ হেরে যাবে বাংলাদেশ। অন্যদিকে জয় পেলে সিরিজ জয়ের আশা রয়ে যাবে।

এদিকে শক্তি ও র‌্যাংকিংয়ের বিচারে এগিয়ে থেকেই বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করে আফগানিস্তান। এগিয়ে থাকাটা যে শুধুমাত্র কাগজে কলমে নয় সেটির প্রমাণও দিয়েছে আফগানরা। সিরিজের প্রধম ম্যাচেই বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ের পর বোলারাদের দুর্দান্ত নৈপুণ্যে বাংলাদেশকে ৪৫ রানের হারিয়ে দিয়েছে আফগানিস্তান।

ম্যাচ হারের জন্য নিজেদের বোলিংয়ের শেষের চার ওভারকে দুষছেন টাইগার অথিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেন, শেষ দিকের ওভারগুলো বাদে আমরা ভালো বল করেছিলাম। শেষদিকে ৪ ওভারে ৬৪ রান দিয়েই আমরা ম্যাচ হেরেছি। তবে এখনো অনেক কিছু করার আছে।

ম্যাচ জয়ের পর আফগানিস্তানের অধিনায়ক আসগর স্টানিকজাই বলেন, ‘প্রত্যকটি সিরিজ, প্রত্যক টুর্নামেন্টে প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। বিশেষভাবে ব্যাটসম্যানরা খুবই ভালো করেছে। মিডল-অর্ডারে কিছু উইকেট হারানোর পর শফিক ও সামিউল্লাহ লড়াই করার সাহস দিয়েছে। আমার বোলারদের সর্ম্পকে আমি জানি, কিভাবে তাদের ব্যবহার করতে হয়।’

এদিকে সিরিজে ১-০ জয়ে এগিয়ে থেকে আজ (মঙ্গলবার) মাঠে নামবে আফগানিস্তান। জয়ে এগিয়ে থাকায় মানসিকভাবে তারা এগিয়ে রয়েছে এটা বলার অপেক্ষা রাখে না। আজ জয় পেলে নিরিজ নিশ্চিত হবে তাদের। আর তারা এটাই চাইবে। অন্যদিকে সিরিজ ফিরতে হলে জয়ের বিকল্প নেই টাইগারদের। আজকের ম্যাচ জিততে পারলে সিরিজে ঠিকে থাকবে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু ও আবু হায়দার।

আফগানিস্তান একাদশ
আসগর স্টানিকজাই (অধিনায়ক), উসমান গনি, মোহাম্মদ শাহজাদ, শাফিকুল্লাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, সামিউল্লাহ শেনওয়ারি, রশিদ খান, মুজিব-উর রহমান, করিম জানাত ও দাওলাত জাদরান।



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের ৭৫ রানের লজ্জাজনক হার

বাংলাদেশের ৭৫ রানের লজ্জাজনক হার

বাংলাদেশকে লজ্জা দিল আফগানিস্তান

বাংলাদেশকে লজ্জা দিল আফগানিস্তান

জয়ে বেঁচে থাকা, হারলে সিরিজ লজ্জা

জয়ে বেঁচে থাকা, হারলে সিরিজ লজ্জা

সিরিজ জয়ই প্রধান টার্গেট : সাকিব

সিরিজ জয়ই প্রধান টার্গেট : সাকিব