ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশ। আফগানদের সাথে দ্বিপক্ষীয় এ প্রথম টি-টোয়েন্টি সিরিজটি জয়ই প্রধান লক্ষ্য টাইগারদের।
বৃহস্পতিবার এ সিরিজে খেলতে ভারত যাওয়ার আগে এমন আশার কথা জানান বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।আজ ভারতের দেরাদুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তিনি। সিরিজ নিয়ে বাংলাদেশ এ দলপতি বলেন, ‘আমাদের প্রধান টার্গেট সিরিজ জয়। আমরা সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদি।’
টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেটিও ছিল ২০১৪ সালের বিশ্বকাপে। তাই এবারই প্রথমবারের মতে টি-টোয়েন্টি সিরিজে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে টাইগাররা। আসন্ন সিরিজের জন্য ইতোমধ্যে ভারতের দেরাদুনে পৌঁছেছে বাংলাদেশ। সাকিবকে গেলেন আজ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসর খেলে ক’দিন আগে দেশে ফিরেন সাকিব। তাই দলের সাথে দেরাদুনে যেতে পারেননি।দেরাদুনের উদ্দেশ্যে আজ ঢাকা ছাড়ার আগে সাকিব আরও বলেন, ‘আমরা চেষ্টা করবো ম্যাচ বাই ম্যাচ খেলার। প্রথম ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা ভালো শুরু করতে পারি তবে পরের দু’ম্যাচ আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে।’
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে অষ্টম স্থানে রয়েছে আফগানিস্তান। দু’ধাপ পিছিয়ে দশম স্থানে বাংলাদেশ। এছাড়া সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো ক্রিকেট খেলছে আফগানরা। তারপরও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদি সাকিব, ‘আমরা ভালো খেলার সর্বাত্মক চেষ্টা করব এবং সিরিজ জয়ের জন্যই মাঠে নামব।’
এদিকে বাম পায়ের আঙুলে চোট পেয়ে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। সিরিজ শুরুর আগে বড় ধরনের ধাক্কা বলা যায় এটি। এমনটা মানছেন সাকিবও। বলেন, ‘স্বাভাবিকভাবেই একটু সমস্যা হবে। আমাদের দলের সেরা টি-টোয়েন্টি বোলার সে। বিষয়টি স্বাভাবিকভাবেই আমাদের জন্য কঠিন। এটা কিন্তু আরেকটা সুযোগ অন্য বোলারদের, অন্য আরেকজন খেলোয়াড়ের জন্য। যার জন্য সুযোগটি হবে সে যেন ভালোভাবে কাজে লাগাতে পারে।’
মোস্তাফিজুরের পরিবর্তে এ সিরিজে দলে অন্তুর্ভুক্ত হয়েছেন পেসার আবুল হাসান রাজু। আগে থেকে স্ট্যান্ডবাই তালিকায় নাম ছিল তার। রাজুর সাথে মূল দলে পেসার হিসেবে আরও আছেন রুবেল হোসেন, আবু হায়দার রনি ও আবু জায়েদ চৌধুরী রাহি।
ভারতের দেরাদুনে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৩ জুন থেকে শুরু হবে তিন ম্যাচের এ টি-টোয়েন্টি সিরিজ। একই ভেন্যুতে পরের দু’টি টি-টোয়েন্টি হবে যথাক্রমে ৫ ও ৭ জুন।