ইনজুরির কারণে আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে যাওয়া মোস্তাফিজের জায়গায় দলে ফিরলেন আবুল হাসান। বুধবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেেএ তথ্য জানানো হয়েছে।
হঠাৎ করে আফগান সিরিজে মোস্তাফিজ না খেলায় বাংলাদেশ ক্রিকেট দলের ঘোষিত ১৫ সদস্যের দল ১৪ সদস্যে পরিণত হয়। তবে মোস্তাফিজ খেলছেন না তা নিশ্চিত হওয়ার পরপরই শুরু হয় তাহলে কে খেলছেন? অবশেষে আজ বিসিবি তা নিশ্চিত করলো।
এদিকে আজ বিকেলে দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ। সেখানের কন্ডিশন জানার পরই মোস্তাফিজের বিকল্প হিসেবে বেছে নেওযা হয় আবুল হাসানকে।
আবুল হাসান দলে যুক্ত হওয়ায় দলে তিন পেসার আবু হায়দার, রুবেল হোসেন ও আবু জায়েদকে নিয়ে চারজন পেসার হলো। বিসিবির হাইপারফরম্যান্স পেস বোলারদের বিশেষ ক্যাম্পে থাকা এ ২৫ বছর বয়সী পেসার ভারতে দলের সঙ্গে যোগ দেবেন আমাগী শুক্রবার (১ জুন)। ভারতের মাটিতে আফগান সিরিজ খেলতে বাংলাদেশ দল অবস্থান করলেও দলনেতা সাকিব আল হাসানও দেশেই রয়েছে। হয়তো আবুল হাসান আর সাকিব একই দিনেই যেতে পারেন।
বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম, আবু হায়দার, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী ও আবুল হাসান।