আইপিএল শেষে দেশে ফিরেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সাকিব গতকাল দেশে ফিরলেও কাটার মাস্টার মোস্তাফিজ ফিরেছেন আরে আগে। তবে বাংলাদেশে ক্রিকেট শিবিরে দুঃসংবাদ হলো আইপিএল খেলে ইনজুরিতে পড়েছেন মোস্তাফিজ। ফলে ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে দলের সাথে যাচ্ছেন না মিস্টার ফিজ।
আইপিএলে নিজের শেষ ম্যাচে পায়ের আঙুলে চোট পেয়েছিলেন মোস্তাফিজ। তবে সেটা নিয়ে খুব বেশি চিন্তিত ছিলেন না দলের ভারপ্রাপ্ত কোচ কোর্টনি ওয়ালশ। মোস্তাফিজকে দেওয়া হয়েছিল দু’দিনের বিশ্রাম। বিশ্রাম শেষে আফগানিস্তান সিরিজ খেলতে দলের সঙ্গেই যাওয়ার কথা ছিল তার। তবে সোমবার রাতে বিসিবি জানিয়েছে দলের সঙ্গে যাচ্ছেন না তিনি।
চোটের অবস্থা জানতে সোমবার এক্স-রে করানো হয় মোস্তাফিজের পায়ে। রাতে রিপোর্টে জানানো হয়, মোস্তাফিজের বাঁ পায়ের অগ্রভাগে সমস্যা রয়েছে। ফলে তার পক্ষে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলা সম্ভব না।
এদিকে আজ মঙ্গলবার সকাল ১০টায় ভারতের বিমান ধরে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। মোস্তাফিজের হঠাৎ না যাওয়ায় তার পরিবর্তে কে থাকছেন দলে তা এখনও চূড়ান্ত হয়নি। ফলে ১৫ সদস্যে দল এখন ১৪ জনে পরিণত হয়েছে। এছাড়া আইপিএল খেলে গতকাল সোমবার দেশে ফেরা সাকিব দেরাদুনে যাবেন আগামী ৩১ মে।
আফগানিস্তানের বিপক্ষে ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৩ জুন। সিরিজের বাকি দুই ম্যাচ ৫ ও ৭ জুন। এদিকে বাংলাদেশ ক্রিকেটের টি-টোয়েন্টি দলে অধিনায়ক সাকিব আল হাসান আফগানিস্তানকে ফেভারিট বলেই ভাবছেন।