শ্রীলঙ্কা সফরের পর আফগান সিরিজেও সাকিব-তামিমদের প্রধান কোচের দায়িত্ব দেয়া হলো পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালমের হাতে। রোববার (২৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের দেরাদুনে অনুষ্ঠিতব্য আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন কোর্টনি ওয়ালশ।
শ্রীলঙ্কার নিদাহাস ট্রফিতেও একইভাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। গত মার্চে শ্রীলঙ্কার অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে তার অধীনে টি-টোয়েন্টিতে দুর্দান্ত খেলে বাংলাদেশ।
এদিকে গত অক্টোবরে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে পদত্যাগের পর হন্যে হয়ে প্রধান কোচ খুঁজছে বিসিবি। তবে এখনো কাঙ্ক্ষিত কোচ পায়নি বিসিবি। ফলে নিদাহাস ট্রফির পর আফগানিস্তানের বিপক্ষে হতে যাওয়া একই ফরম্যাটের ক্রিকেটে ওয়ালশের হাতেই ছেড়ে দেয়া হলো সাকিব-তামিমদের।
ভারতের দেরাদুনে আগামী ৩, ৫ এবং ৭ জুন তারিখে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ এবং আফগানিস্তান। সে লক্ষ্যে মঙ্গলবার দেরাদুনের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।