জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ঐতিহাসিক সিরিজ জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫১ পিএম, ২৫ মে ২০২২
জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ঐতিহাসিক সিরিজ জয়

ক্রিকেটের উদীয়মান শক্তি নামিবিয়া। ইতোমধ্যে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশগ্রহণ করেছে তারা। তবে কখনো আইসিসির পুর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে সিরিজ জিততে পারেনি তারা। এবার সেই অসাধ্যকেই সাধন করে ইতিহাস গড়েছে জেরার্ড এরাসমাসের দল।

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ও পঞ্চম ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ৩২ রানের ব্যবধানে হারিয়ে ৩-২ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস সৃষ্টি করেছে তারা। এটাই আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে তাদের প্রথম সিরিজ জয়।

আগের চার ম্যাচ ২-২ ব্যবধানে সমতায় থাকায় শেষ ও পঞ্চম ম্যাচ রূপ নেয় সিরিজ নির্ধারনী ম্যাচে। বুধবার (২৪ মে) বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে প্রথমে টস জিতে সফরকারী নামিবিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান জিম্বাবুয়ে অধিনায়ক রেগিস চাকাবা।

ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন নানিমিয়ার দুই ওপেনার ক্রেগ উইলিয়ামস ও মাইকেল ভ্যান লিঙ্গেন। দু’জন মিলে প্রথম উইকেটে গড়ে ফেলেন ৩১ রানের জুটি। এরপর লিঙ্গেন ৭ বলে ১২ রান করে আউট হলেও নিজের দায়িত্ব পালন করে গেছেন উইলিয়ামস।

এক প্রান্ত আগলে রেখে ৩৯ বলে ৫টি চারের মারে ৪৮ রানের ইনিংস খেলে আউট হন উইলিয়ামস। উইলিয়ামসের আউটের পর আর কেউ দাঁড়াতে পারেনি। শেষের দিকে জ্যান ফ্রাইলিংক ও রুবেন ট্রাম্পেলম্যানের কল্যাণে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১২৭ রানের পুঁজি দাড় করায় নামিবিয়া।

ফ্রাইলিংক ১৫ ও ট্রাম্পেলম্যান করেন ১৯ রান। বাকিদের মধ্যে ছয় ব্যাটার দুই অঙ্কের ঘরই ছুঁতে পারেননি। জিম্বাবুয়ের পক্ষে ২টি করে উইকেট নেন লুক জঙ্গে, ওয়েসলি মাধভেরে এবং সিকান্দার রাজা।

১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। এক পর্যায়ে ৫৪ রানেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। এগারো ব্যাটারের মধ্যে এক টনি মুনিওঙ্গা পার করতে পেরেছেন বিশোর্ধ্ব রান। বাকিদের ব্যর্থতায় ৯৫ রানেই অলআউট হয়ে যায় একসময়ের পরাক্রমশালী দলটি।

নামিবিয়ার পক্ষে ২টি করে উইকেট নেন জ্যান ফ্রাইলিংক ও এরাসমাস। বাকি বোলারদের মধ্যে কেউ উইকেটবিহীন থাকেননি। প্রত্যেককে একটি করে উইকেট ঝুলিতে পুরেছেন।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলের ফাইনালে গুজরাট টাইটান্স

আইপিএলের ফাইনালে গুজরাট টাইটান্স

ম্যাচে ফিরতে ফ্রন্টলাইন বোলাদের দায়িত্ব নিতে হবে: লিটন দাস

ম্যাচে ফিরতে ফ্রন্টলাইন বোলাদের দায়িত্ব নিতে হবে: লিটন দাস

শাহীন আফ্রিদির বাবার নামে বৃত্তি চালু করলো লাহোর কালান্দার্স

শাহীন আফ্রিদির বাবার নামে বৃত্তি চালু করলো লাহোর কালান্দার্স

অস্ট্রেলিয়ার সহকারী কোচ হলেন ভেট্টোরি ও বোরোভেক

অস্ট্রেলিয়ার সহকারী কোচ হলেন ভেট্টোরি ও বোরোভেক