আফগানিস্তান সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের স্কোয়ার্ড ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের ঘোষিত এ স্কোয়ার্ডে দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন। অন্যদিকে দলে জায়গা পাননি ইমরুল কায়েস ও তাসকিন আহমেদ।
রোববার মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টাইগারদের এ স্কোয়ার্ড ঘোষণা করা হয়। আফগানিস্তান সিরিজে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজটি অনুষ্ঠিত হবে ভারতের দেরাদুনে।
তাসকিন বাদ পড়ছেন কারণ তিনি পুরোপুরি ফিট নন। তবে মোসাদ্দেকের অন্তর্ভুক্তি কিছুটা চমক এনে দিয়েছে। এদিকে সবশেষ নিদাহাস ট্রফির স্কোয়াড থেকে ইমরুল, তাসকিন এবং সোহান বাদ পড়ায় ওই ট্রফির জন্য ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াড এখন ১৫ জনে পরিণত হলো।
বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ–অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী।