সংযুক্ত আরব আমিরাত টি-টোয়েন্টি লিগেও দল কিনলো বলিউড তারকা শাহরুখ খানের দ্য নাইট রাইডার্স গ্রুপ। ফলে বিশ্ব জুড়ে চতুর্থ ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে দলের মালিক হলো শাহরুখের যৌথ মালিকানাধীন নাইট রাইডার্স গ্রুপ। ২০০৮ সালে শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সর্ব প্রথম দল তৈরি করে নাইট রাইডার্স।
আরব আমিরাতে টি-টোয়েন্টি লিগে খেলার জন্য এমিরেটস ক্রিকেট বোর্ডের লাইসেন্স পেয়ে গেছে নাইট রাইডার্স গ্রুপ। লিগে তাদের দলের নাম হবে ‘আবুধাবি নাইট রাইডার্স’। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শাহরুখ খানের দলের নাম কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
আইপিএলে ছাড়াও ২০১৫ সাল থেকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলছে নাইট রাইডার্সের দল ‘ত্রিনবাগো নাইট রাইডার্স’। সম্প্রতি আমেরিকার মেজর লিগ ক্রিকেটেও বিনিয়োগ করার কথা ঘোষণা করেছেন শাহরুখ-জুহি চাওলা জুটি। আমেরিকার প্রতিযোগিতায় লস অ্যাঞ্জেলেস ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবে তাদের দল।
চলতি বছরের শেষ দিকে ছয় দল নিয়ে ৩৪ ম্যাচের আমিরাত টি-টোয়েন্টি লিগের প্রথম আসর মাঠে গড়াবে। এর আগেই দল গঠনে মনোযোগ দেবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
নিজের দল নিয়ে বলিউড অভিনেতা শাহরুখ বলেছেন, ‘কয়েক বছর ধরে আমরা বিশ্বব্যাপী নাইট রাইডার্সের ব্র্যান্ড প্রসার করছি এবং আমিরাতে টি-টোয়েন্টি ক্রিকেটের সম্ভাবনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলাম। আমিরাতি টি-টোয়েন্টি লিগের অংশ হতে পেরে আমরা রোমাঞ্চিত। নিশ্চিতভাবে বলা যায়, এটি সফল প্রতিযোগিতা হতে যাচ্ছে।’
স্পোর্টসমেইল২৪/আরএস