সাকিবের পর সরে গেলেন আফ্রিদিও

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫১ পিএম, ১৮ মে ২০১৮
সাকিবের পর সরে গেলেন আফ্রিদিও

বাংলাদেশের সাকিব আল হাসানের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ মে আসন্ন চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচে বিশ্ব একাদশের দল থেকে নিজেকে সরিয়ে নিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

হাঁটুর ইনজুরির কারণে চ্যারিটি ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিলেন আফ্রিদি। ইনজুরি থেকে সুস্থ হতে ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগবে তার। নিজ টুইটার অ্যাকাউন্টে এমনটাই জানান আফ্রিদি। তবে সাকিব নির্দিষ্ট কোন কারণ উল্লেখ করেননি।

এক টুইটে আফ্রিদি বলেন, ‘দুবাইতে ডাক্তার দেখালাম। আমার হাঁটু পুরোপুরি ভালো অবস্থায় নেই। খেলার জন্য পুরোপুরি সেরে ওঠতে আরও ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগবে। আশা করছি ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে পুরো ফিটনেস ফিরে পাব। আমার জন্য দোয়া করবেন।’

বিশ্ব একাদশের হয়ে খেলার জন্য পাকিস্তান থেকে আফ্রিদি ও শোয়েব মালিক আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু সাকিবের পর সড়ে গেলেন আফ্রিদি। সাকিবের পরিবর্তে বিশ্ব একাদশে সুযোগ পেয়েছেন নেপালের সন্দীপ লামিচান। তবে আফ্রিদির পরিবর্তিত খেলোয়াড় এখনো ঘোষণা করেনি আইসিসি।

গত বছরের সেপ্টেম্বরে হারিকেন ইরমা ও মারিয়ার আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দু’টি ক্রিকেট স্টেডিয়াম। ধ্বংসস্তুপে পরিণত হওয়া স্টেডিয়াম দু’টি সংস্কারের জন্য তহবিল গঠনের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে বিশ্ব একাদশের একটি চ্যারিটি ম্যাচের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি, মেরিলবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ও ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

রাশিয়া বিশ্বকাপে দৃষ্টি কাড়বেন যারা, শীর্ষে রোনালদো

রাশিয়া বিশ্বকাপে দৃষ্টি কাড়বেন যারা, শীর্ষে রোনালদো

বিশ্ব একাদশে নেই সাকিব, খেলবেন নেপালের লামিচান

বিশ্ব একাদশে নেই সাকিব, খেলবেন নেপালের লামিচান

ক্রিকেট বিশ্বে ভারত ‘স্বার্থপর’

ক্রিকেট বিশ্বে ভারত ‘স্বার্থপর’

নারী আইপিএল শুরু করবে ভারত

নারী আইপিএল শুরু করবে ভারত