টি-টোয়েন্টিতেও হার দিয়ে শুরু বাংলাদেশের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫২ পিএম, ১৭ মে ২০১৮
টি-টোয়েন্টিতেও হার দিয়ে শুরু বাংলাদেশের

ওয়ানডের পর হার দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। বৃহস্পতিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে প্রোটিয়াদের কাছে ১৭ রানে হেরে গেছেন রুমানা-সালমারা। অন্যদিকে এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার কাছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে টি-টোয়েন্টি লড়াই শুরু করে বাংলাদেশ। কিম্বারলিতে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় স্কোর গড়তে পারেনি স্বাগতিকরা। ২০ ওভারে ৬ উইকেটে ১২৭ রান করে দক্ষিণ আফ্রিকা।

দলের পক্ষে লিজলি লি ৪৬, লরা উলভার্ডট ৩০ ও সুন লাস অপরাজিত ২৮ রান করেন। বাংলাদেশের খাদিজাতুল খুবরা ৩টি ও সালমা খাতুন ১টি উইকেট নেন।

জয়ের জন্য ১২৮ রানের লক্ষ্যে শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। ১৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসে তারা। তবে তৃতীয় উইকেটে ৬৮ বলে ৭২ রানের জুটি গড়ে বাংলাদেশকে লড়াইয়ে রাখেন রুমানা আহমেদ ও ফারজানা হক।

শেষদিকে আস্কিং রেটের সাথে পাল্লা দিয়ে রান তুলতে পারেনি বাংলাদেশের খেলোয়াড়রা। ফলে ২০ ওভারে ৫ উইকেটে ১১০ রান পর্যন্ত যেতে পারে সফরকারীরা।

বাংলাদেশের রুমানা ৩৬, ফারজানা ৩৫ ও ফাহিমা খাতুন অপরাজিত ১২ রান করেন। দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল ৩ উইকেট নেন।
আগামী ১৯ মে ব্লু মফন্টেইনে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টায়েন্টি ম্যাচ।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্ব একাদশে নেই সাকিব, খেলবেন নেপালের লামিচান

বিশ্ব একাদশে নেই সাকিব, খেলবেন নেপালের লামিচান

নারী আইপিএল শুরু করবে ভারত

নারী আইপিএল শুরু করবে ভারত

পাঞ্জাবকে হারিয়ে টিকে রইলো মোস্তাফিজের মুম্বাই

পাঞ্জাবকে হারিয়ে টিকে রইলো মোস্তাফিজের মুম্বাই

হায়দারাবাদকে সহজে হারালো চেন্নাই

হায়দারাবাদকে সহজে হারালো চেন্নাই