ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর পরই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে আতিথ্য দিবে ভারত। প্রোটিয়াদের বিপক্ষে পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজের জন্য ভেন্যু চূড়ান্ত করেছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। পাঁচ ভেন্যুতে আয়োজিত হবে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ।
চলতি বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্যই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। চলতি বছরের ৯ জুন দিল্লিতে মাঠে গড়াবে প্রথম ম্যাচ।
১১ ব্যবধানে পাঁচ ভেন্যুতে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। চলতি বছরের ১৯ জানুয়ারি ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি।
দক্ষিণ আফ্রিকাকে আতিথ্য দেওয়ার আগে ঘরের মাঠে সর্বশেষ দুই সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার সুখস্মৃতি নিয়ে মাঠে নামবে ভারত। সর্বশেষ দুই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল ভারতীয় দল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি রেকর্ড ভারতের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত ১৫ বার মুখোমুখি হয়েছে দু’দল। এরমধ্যে নয়বারই জয়ের শেষ হাসি হেসেছে ভারতীয় দল।
সিরিজ সূচি
১ম টি-টোয়েন্টি : ৯ জুন, দিল্লি
২য় টি-টোয়েন্টি : ১২ জুন, কটক
৩য় টি-টোয়েন্টি : ১৪ জুন, ভিজাগ
৪র্থ টি-টোয়েন্টি : ১৭ জুন, রাজকোট
৫ম টি-টোয়েন্টি : ১৯ জুন, ব্যাঙ্গালুরু
স্পোর্টসমেইল২৪/পিপিআর