শ্রীলঙ্কাকে টপকে টি-টোয়েন্টিতে অষ্টম আফগানিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৪ পিএম, ০২ মে ২০১৮
শ্রীলঙ্কাকে টপকে টি-টোয়েন্টিতে অষ্টম আফগানিস্তান

ক্রিকেট বিশ্বে আফগান ম্যাজিক থামছে না। ক্রমেই ক্রিকেট পরাশক্তি হয়ে উঠছে দেশটি। এবার আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শ্রীলঙ্কাকে টপকে অষ্টমস্থানে ওঠে এসেছে যুদ্ধ বিধ্বস্ত এ দেশটি।

টেস্ট ফরম্যাটের র‌্যাংকিং প্রকাশের একদিন পর আজ (বুধবার) নতুন করে ওয়ানডে ও টি-টোয়েন্টি র‌্যাংকিং প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টি-টোয়েন্টি ফরম্যাটের র‌্যাংকিংয়ে চোখে পড়ার মত উন্নতি করেছে আফগান।

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ২০১৪-১৫ মৌসুমের পারফরম্যান্স বিবেচনা করা হয়নি। এরপরের বছরগুলোতে পারফরমেন্সের ৫০ শতাংশ বিবেচনা করে আইসিসি। শেষ তিন বছরে ৩৮টি টি-টোয়েন্টি ম্যাচে ২৯টিতে জয় পায় আফগানিস্তান।
ICC
জয়ের দিক দিয়ে শ্রীলঙ্কার চেয়ে বেশ এগিয়ে আফগানিস্তান। কারণ, গেল তিন বছরে ৪১ ম্যাচে মাত্র ১২টি জয়ের স্বাদ পেয়েছে লঙ্কানরা। তাই লঙ্কানদের টপকে র‌্যাংকিংয়ের অষ্টম স্থানে জায়গা করে নেয় আফগানিস্তান।

আগেই বাংলাদেশকে পেছনে ফেলা আফগানদের রেটিং এখন ৮৭। ৮৫ পয়েন্ট রয়েছে শ্রীলঙ্কার। ৭৫ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের দশম স্থানে বাংলাদেশ। এছাড়া ১৩০ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে পাকিস্তান। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও ভারত।



শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্টে আট নম্বরে বাংলাদেশ

টেস্টে আট নম্বরে বাংলাদেশ

আবারও বোলিং অনুমতি পেলেন হাফিজ

আবারও বোলিং অনুমতি পেলেন হাফিজ

বর্ষসেরা খেলোয়াড় ভূষিত হলেন সালাহ

বর্ষসেরা খেলোয়াড় ভূষিত হলেন সালাহ

ইরানে ছদ্মবেশে ফুটবলের মাঠে মেয়েরা

ইরানে ছদ্মবেশে ফুটবলের মাঠে মেয়েরা