দীর্ঘ ২৪ বছর পর টেস্ট সিরিজ জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরটা শুরু হয়েছিল দুর্দান্ত। তবে ওয়ানডেতে জয় দিয়ে শুরু করেও শেষ দুই ম্যাচ হেরে সিরিজ খোয়াতে হয় অজিদের। ওয়ানডে সিরিজের হতাশা ভুলে সফরের একমাত্র টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে দিলো অ্যারন ফিঞ্চের দল।
মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে অধিনায়ক বাবর আজমের ব্যাটে চড়ে ১৬২ রানের সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চের ফিফটির সুবাদে পাঁচ বল বাকি থাকতেই ৩ উইকেটের জয় তুলে নেয় অজিরা।
টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৬৭ রান তুলে ফেলেন দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। রিজওয়ান ১৯ বলে ২৩ রান করে আউট হলে ভাঙে এই জুটি। রিজওয়ান আউট হলেও একপ্রান্ত আগলে রেখে ১৬তম ওভারে ৪৬ বলে ৬৬ রান করে আউট হন বাবর।
বাবরের বিদায়ে বাকি পথটা পাড়ি দেন খুশদিল শাহ (২৪) ও ইফতিখার আহমেদ (১৩)। শেষ দিকে ৬ বলে ১৮ রানের ক্যামিও ইনিংস খেলেন উসমান কাদির। উসমান কাদিরের এই ঝড়ো ইনিংসে ভর করে ২০ ওভার শেষে ১৬২ রান তুলতে পারে পাকিস্তান।
অস্ট্রেলিয়ার পক্ষে বল হাতে ৪টি উইকেট নেন নাথান এলিস। ক্যামেরন গ্রিন ঝুলিতে পুরেন ২ উইকেট।
পাকিস্তানের দেওয়া ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লে'র ৬ ওভারেই ৬৩ রান করে ফেলে অজিরা। উইকেট হারাতে হয় মাত্র একটি।। ওপেনার ট্রাভিস হেড আউট হন ১৪ বলে ২৬ রান করে। হেডের আউটের পর ১৫ বলে ২৪ রানের ইনিংস খেলে ফিঞ্চকে সঙ্গ দেন জশ ইংলিস।
এরপর ক্যামেরন গ্রীন ও মার্নাস লাবুশেন অল্প রানে ফিরে গেলেও মার্কাস মার্কাস স্টয়নিস (২৩) ও বেন ম্যাকডারমেট (২২) সঙ্গ দেন ফিঞ্চকে। আর তাতেই ৫ বল হাতেই রেখে তিন উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ফিঞ্চ অপরাজিত থাকেন ৪৫ বলে ৫৫ রানে।
স্পোর্টসমেইল২৪/এএইচবি