নিজেদের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগে ভারতীয় খেলোয়াড়দের অংশগ্রহণ চায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। খুব শিগগিরই ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে এ বিষয়ে আলাপ-আলোচনা শুরু করবে বলে জানিয়েছে এসিবি।
চলতি বছরের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে নিজেদের প্রথম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগ চালু করতে যাচ্ছে এসিবি। শুক্রবার এ ঘোষণা দিয়েছে। ৫ থেকে ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি লিগ। ইতোমধ্যে ৪০ জন বিদেশি খেলোয়াড় আসন্ন টি-টোয়েন্টি লিগে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে।
তবে ঐ তালিকায় কোন ভারতীয় খেলোয়াড়ের নাম নেই। কারণ নিজেদের লিগ ছাড়া ভারতীয়রা অন্যকোন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নেয় না। তবে নিজেদের লিগে ভারতীয়দের খেলানোর ইচ্ছা প্রকাশ করেছে এসিবি। অন্তত যারা চুক্তির বাইরে রয়েছে সেইসব খেলোয়াড়দের খেলার অনুমতি দেয়ার জন্য বিসিসিআই’র সঙ্গে আলাপ-আলোচনা করবে এসিবি।
এসিবির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্ম্পক খুবই ভালো। তবে নিজেদের রীতি থেকে বিসিসিআই বেরিয়ে আসবে না বলে ধারণা করা হচ্ছে। তাই যারা চুক্তির বাইরে তাদের বিষয়ে বিসিবিআইর সঙ্গে কথা বলার ইঙ্গিত দিয়েছেন এসিবির প্রধান নির্বাহী শরীফ স্ট্যানিকজাই।
তিনি বলেন, ‘বর্তমান খেলোয়াড়দের বিষয়ে এখানে খেলার বিষয়ে আমি কথা বলবো না। কিন্তু এটি খুবই ভালো হবে যদি অন্যান্য ভারতীয় খেলোয়াড়রা এখানে আসে এবং আমাদের লিগে অংশ নেয়। আমি বিসিসিআইর কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো। কিন্তু সত্যি এই মূর্হুতে এটি কঠিন হবে।’