এবার আসছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ। প্রথম আসর হবে সংযুক্ত আরব আমিরাতে। এই বছর অক্টোবরে টুর্নামেন্টটি শুরু হবে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শুকুরুল্লাহ আতিফ মাশাল শুক্রবার জানিয়েছেন, ৪০ জন আন্তর্জাতিক ক্রিকেটার এই টুর্নামেন্ট খেলার আগ্রহ দেখিয়েছে। মোট পাঁচ দল নিয়ে শুরু হবে আসর।
আফগানিস্তান ক্রিকেটবিশ্বের নতুন পরাশক্তি হিসেবে দিনকে দিন নিজেদের প্রতিষ্ঠিত করছে। কিছুদিন আগে তারা আয়ারল্যান্ডের সঙ্গে টেস্ট স্ট্যাটাস পেয়েছে। বিশ্বকাপের মূল আসরেও সুযোগ পেয়েছে। যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে শুধুমাত্র শাপাগাজা ক্রিকেট লিগ হয়। তাদের জাতীয় দলের অনেক ক্রিকেটারই পাকিস্তানের শরণার্থী শিবিরে বেড়ে উঠেছেন।
‘আন্তর্জাতিক ক্রিকেটারদের উপস্থিতি এই টুর্নামেন্টকে আরও জনপ্রিয় করবে,’ মন্তব্য করে শুকুরুল্লাহ বলেন, ‘বিদেশি ক্রিকেটারদের কাছে আমরা কৃতজ্ঞ। আফগানিস্তানের ক্রিকেটকে পরবর্তী পর্যায়ে নিতে যেতে তারা সাহায্য করছেন।’