ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে বল হাতে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন নাসুম আহমেদ। বাঁহাতি এ টাইগার স্পিনার প্রথমবারের মতো আইসিসি ট-টোয়েন্টি র্যাংকিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন। ৬৩৭ রেটিং নিয়ে শাদাব খান ও টিম সাউদি পিছনে ফেলে সেরা দশে উঠেছেন নাসুম।
বুধবার (৯ মার্চ) প্রকাশিত আইসিসির সাপ্তাহিক র্যাংকি হালনাগাদ থেকে এ তথ্য পাওয়া গেছে।
ঢাকায় আফগানদের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে নাসুম শিকার করেছিলেন ৪ উইকেট। দ্বিতীয় ম্যাচে অবশ্য ২৯ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন। তবে প্রথম ম্যাচের নৈপুণ্যেই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে সেরা দশে জায়গা পেয়েছেন তিনি।
নাসুম ছাড়া টি-টোয়েন্টির বোলারদের তালিকায় সেরা দলে নেই আর কোন টাইগারের নাম। তবে একধাপ এগিয়ে শেখ মেহেদী হাসান আছেন ১৩ নম্বরে। আফগানদের বিপক্ষে নিজেকে মেলে ধরতে না পারায় চার ধাপ পিছিয়ে ১৯ নম্বরে আছেন সাকিব আল হাসান। এছাড়া মোস্তাফিজুর রহমান রয়েছে ২১ নম্বরে।
টি-টোয়েন্টি ফরম্যাটে ৭৮৪ রেটিং রিয়ে বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি। এছাড়া দুই নম্বরে অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড, তিনে ইংল্যান্ডের আদিল রশিদ, এক ধাপ এগিয়ে চারে অ্যাডাম জাম্পা এবং এক ধাপ নিচে নেমে পাঁচ নম্বরে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান। ব্যাটসম্যানদের র্যাংকিং তালিকায় শীর্ষে রয়েছেন পাকিস্তানের বাবর আজম।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]