ইনজুরির কারণে প্রথম ম্যাচে বাইরে থাকলেও আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ফিরলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। এর মধ্য দিয়ে দেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন মুশফিক।
সফররত আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন অনুশীলনের সময় বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন মুশফিক। ফলে সিরিজের প্রথম টি-টোয়েন্টি থেকে ছিটকে যায় টাইগারদের অভিজ্ঞ এ ব্যাটার।
তবে ইনজুরি থেকে সুস্থ হয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিরলেন মুশফিক। এর আগে বাংলাদেশের হয়ে শততম টি-টোয়েন্টি খেলার মাইলফলক স্পর্শ করেছিলেন এ ফরম্যাটের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় এ ম্যাচ দিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে সংখ্যা দাঁড়ালো ১১৫।
দেশের দ্বিতীয় ক্রিকেটার হলেও বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে শততম ম্যাচ খেলছেন মুশি। তার আগে এ ফরম্যাটে শততম ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদসহ আরও ১০ জন।
তারা হলেন- ভারতের রোহিত শর্মা (১২৫), পাকিস্তানের শোয়েব মালিক (১২৪), পাকিস্তানের মোহাম্মদ হাফিজ (১১৯), ইংল্যান্ডের ইয়ান মরগান (১১৫), বাংলাদেশের মাহমুদউল্লাহ (১১৩), নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (১১২), আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন (১১০), আয়ারল্যান্ডের পল স্ট্রার্লিং (১০২), নিউজিল্যান্ডের রস টেইলর (১০২) ও ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড (১০১)।
এখন পর্যন্ত ৯৯টি টি-টোয়েন্টিতে ৬টি হাফ-সেঞ্চুরিতে ১৯ দশমিক ৭৯ গড়ে ১৪৬৫ রান করেছেন মুশফিক। ২০০৬ সালে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল মুশফিকের।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]