আইপিএল শেষে ভারত সফরে আসবে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৪ এএম, ০৩ মার্চ ২০২২
আইপিএল শেষে ভারত সফরে আসবে দক্ষিণ আফ্রিকা

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ফরম্যাটের দিকে বেশ মনোযোগ দিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা। সামনেই আইপিএলের মহাযজ্ঞ। এই আসর শেষ হতেই পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফর করবে দক্ষিণ আফ্রিকা।

চলতি বছরের জুলাই মাসে একটি অসমাপ্ত টেস্ট এবং ছয়টি সীমিত ওভারের ম্যাচ খেলার জন্য ইংল্যান্ড সফরে যাবে ভারত। তার আগে জুন মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটি খেলবে রোহিত-কোহলিরা।

২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএরল। চলবে ২৯ মে পর্যন্ত। এরপর দশ দিনের বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা। বিশ্রাম শেষে জুনের মাঝামাঝি সময়ে দক্ষিন আফ্রিকার বিপক্ষে সিরিজে মাঠে নামবেন তারা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে কিছু বলা না হলেও বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘সিরিজটি এফটিপির অংশ। আইপিএল শেষ হলেই বিরতি দিয়ে দল মাঠে নেমে পড়বে।’

খেলাধুলাভিত্তিক ভারতীয় গণমাধ্যম ক্রিকবাজ জানায়, বুধবার (২ মার্চ) বিসিসিআইয়ের এপেক্স কাউন্সিল বৈঠকে দক্ষিণ আফ্রিকা সিরিজের সময়সূচির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। ম্যাচগুলো ৯ থেকে ১৯ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। ম্যাচের ভেন্যু হিসাবে রাখা হয়েছে কটক, ভাইজাগ, দিল্লি, রাজকোট এবং চেন্নাইকে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

চেন্নাই দলে ধাক্কা, আইপিএলে থাকছেন না দীপক চাহার

চেন্নাই দলে ধাক্কা, আইপিএলে থাকছেন না দীপক চাহার

টি-টোয়েন্টিতে ডট বল খেলা একটি অপরাধ : শ্রেয়াস আইয়ার

টি-টোয়েন্টিতে ডট বল খেলা একটি অপরাধ : শ্রেয়াস আইয়ার

আমার মনোযোগই আমার শক্তির জায়গা : শ্রেয়াস আইয়ার

আমার মনোযোগই আমার শক্তির জায়গা : শ্রেয়াস আইয়ার

রাশিয়াকে সমর্থন, বেলারুশের বিপক্ষে প্রীতি ম্যাচে ‘খেলবে না’ ভারত

রাশিয়াকে সমর্থন, বেলারুশের বিপক্ষে প্রীতি ম্যাচে ‘খেলবে না’ ভারত