শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে সিরিজ জয়ের দিকে এক পা দিয়েই রেখেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের সাত উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজও নিশ্চিত করলো রোহিত শর্মার দল। এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তরুণ শ্রেয়াস আইয়ার এবং অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
প্রথমে ব্যাট করতে নেমে ভারতের সামনে ১৮৪ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল শ্রীলঙ্কা। এই রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ১ রান করে বিদায় নেন রোহিত শর্মা। দলীয় ৪৪ রানের মাথায় ১৫ বলে ১৬ রান করে ফিরে যান আরেক ওপেনার ইশান কিষাণও।
পরের পথটা পাড়ি দেন সাঞ্জু স্যামসন, শ্রেয়াস আইয়ার ও রবীন্দ্র জাদেজা। স্যামসন ২৫ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৯ রান করে ফিরে গেলেও দলকে জয়ের বন্দরে নোঙ্গর করেই মাঠ ছাড়েন জাদেজা ও আইয়ার।
৪৪ বলে ৬টি চার ও ৪টি ছক্কার মারে ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন আইয়ার। অপরপ্রান্তে ১৮ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪৫ রানের ছোট্ট এক টর্নেডো ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জাদেজা। তাতে ১৭ বল হাতে রেখেই সিরিজ জিতে নেয় ভারত।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কাকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও দানুশকা গুনাথিলাকা। এই দু’জনের সাথে অধিনায়ক দাসুন শানাকার ১৯ বলে ২ চার ও ৫ ছয়ে ৪৭ রানের ইনিংসে ভর করে ১৮৩ রানের চূঁড়ায় পৌছায় শ্রীলঙ্কা।
নিশাঙ্কা ১১টি চারের মারে ৫৩ বলে করেন ৭৫ রান। গুনাথিলাকার ব্যাট থেকে ৪ চার ও ২ ছক্কায় আসে ২৯ বলে ৩৮ রান। দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে সিরিজ জিতিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আইয়ার।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]