ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করলো ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১২ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২২
ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করলো ভারত

ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের একটি ম্যাচও জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ হেরেছিল ৩-০ ব্যবধানে। টি-টোয়েন্টিতে এসে ভাগ্য বদলানোর আশা করেছিল তারা। তবে হলো না। ক্ষুদ্র সংস্করণেও ধবল ধোলাইয়ের শিকার হলো ক্যারিবীয়রা। শেষ ম্যাচে তাদেরকে ১৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নিয়েছে ভারত।

রোববার (২০ ফেব্রুয়ারি) রাতে কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হওয়া ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৮৪ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় ভারত। জবাব দিতে নেমে ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১৬৭ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি ভারতের। ইনিংসের শুরুতেই ৮ বলে ৪ রান করে বিদায় নেন ঋতুরাজ গায়কোয়াড। এরপর আরেক ওপেনার ঈশান কিষাণের সঙ্গে মিলে দলের হাল ধরেন শ্রেয়াস আইয়ার। দু’জন মিলে দ্বিতীয় উইকেট জুটিতে গড়েন ৫৩ রানের জুটি।

১৬ বলে ২৫ রান করে আইয়ার বিদায় নেয়ার খানিকবাদে ৩১ বলে ৩৪ রান করে সাজঘরের পথ ধরে ঈশান কিষাণও। পরের পথটা পাড়ি দেন সূর্য্যকুমার যাদভ ও ভেঙ্কাটেশ আইয়ার। ১ চার ও ৭ ছক্কায় ৩১ বলে ৬৫ রানের টর্নেডো ইনিংস খেলেন যাদব। ১৯ বলে ৩৫ রান করেন ভেঙ্কাটেশ।

জবাব দিতে নেমে ৮৭ রানেই পাঁচ উইকেট হারিয়ে বসে ক্যারিবীয়রা। এক নিকোলাস পুরান ছাড়া আর কেউই দাঁড়াতে পারেরনি ভারতের বোলিং লাইনের সামনে। ৮ চার ও ১ ছক্কায় ৪৭ বলে সর্বোচ্চ ৬১ রান আসে পুরানের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন আটে নামা রোমারিও শেইফহার্ড।

তাতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৭ রানের বেশি করতে পারেনি ক্যারিবীয়ানরা। হার মেনে নেয় ১৭ রানে। ভারতের পক্ষে ৪ ওভারে ২২ রান দিয়ে ৩টি উইকেট নেন হার্শাল প্যাটেল। ২টি করে উইকেট দখল করেন শার্দুল ঠাকুর, ভেঙ্কাটেশ আইয়ার ও দীপক চাহার।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

এখনই ভারতীয় দলে রাহানে-পূজারাকে দেখছেন না আকাশ চোপড়া

এখনই ভারতীয় দলে রাহানে-পূজারাকে দেখছেন না আকাশ চোপড়া

ভারতীয় দলে নেই ঋদ্ধিমান, অভিযোগের তীর সৌরভের দিকে

ভারতীয় দলে নেই ঋদ্ধিমান, অভিযোগের তীর সৌরভের দিকে

সম্প্রচার প্রতিষ্ঠানের দাবি মেনে ‘এগিয়ে আসছে’ আইপিএল

সম্প্রচার প্রতিষ্ঠানের দাবি মেনে ‘এগিয়ে আসছে’ আইপিএল

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে কোহলির সাথে পান্তও বিশ্রামে

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে কোহলির সাথে পান্তও বিশ্রামে