তীরে গিয়ে তরী ডুবালো ওয়েস্ট ইন্ডিজ, সিরিজ ভারতের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২
তীরে গিয়ে তরী ডুবালো ওয়েস্ট ইন্ডিজ, সিরিজ ভারতের

ক্রিকেটকে কেন অনিশ্চয়তার খেলা বলা হয় সেটা আরেকবার দেখালো ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে জিততে শেষ দুই ওভারে তাদের প্রয়োজন ছিল ২৯ রান। হাতে ৮ উইকেট।মারকাটারির যুগে এই রান ডাল-ভাতের মতো ব্যাপার।

অথচ তাও গিলতে পারলো না ক্যারিবীয়রা। ৮ রানের ব্যবধানে হেরে এক ম্যাচ বাকি থাকতেই ভারতের হাতে শিরোপা তুলে দিলো কাইরন পোলার্ডরা। ওয়ানডের পর হেরে বসলো টি-টোয়েন্টি সিরিজও।

১৯ নাম্বার ওভারে এসে মাত্র ৪ রান দিয়ে ম্যাচটা ক্যারিবীয়দের হাত থেকে কেড়ে নেন ভুবনেশ্বর কুমার। তুলে নিয়ে যান নিকোলাস পুরানকেও। শেষ ওভারে ২৫ রানের সমীকরণে হার্শাল প্যাটেলের করা ওভারে দুই ছক্কায় ১৮ রানই নিতে পারেন পাওয়েল।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও তিনে নামা বিরাট কোহলির ৪২ বলে ৫২ রানে বড় রানের পথ খুঁজে পায় ভারত।

সেই পথ ধরে ভারতকে এগিয়ে নেন ঋষভ পান্ত এবং ভেঙ্কটেশ আইয়ার। ২৮ বলে ৭ চার ও ১ ছক্কায় ঝড়ো ৫২ রান করে যান পান্ত। শেষ দিকে ১৮ বলে ৮ চার ও ১ ছক্কায় ৩৩ রান করেন আইয়ার। তাতে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারত।

১৮৭ রানের জবাবে খেলতে নেমে শুরুতে ধাক্কা খেয়েছিল ওয়েস্ট ইন্ডিজও। তবে রভম্যান পাওয়েল ও পুরানের শতরানের জুটিতে ম্যাচে ফেরে তারা। কিন্তু শেষ রক্ষা হয়নি। তীরে এসে ডুবে যায় তরী!

৪১ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬২ রান করেন পুরান। পাওয়েল ৩৬ বলে ৪ বাউন্ডারি ও ৫ ছক্কায় অপরাজিত থাকেন ৬৮ রানে। তাতে জয় থেকে ৮ রান দূরত্বে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রানে থামে ক্যারিবীয়দের ইনিংস।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে কোহলির সাথে পান্তও বিশ্রামে

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে কোহলির সাথে পান্তও বিশ্রামে

আইপিএল খেলতে পারলে ভালো লাগতো : অ্যারন ফিঞ্চ

আইপিএল খেলতে পারলে ভালো লাগতো : অ্যারন ফিঞ্চ

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দর্শক ফেরাচ্ছে ভারত

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দর্শক ফেরাচ্ছে ভারত

আইপিএলের জন্য জাতীয় দলে সেরাটা দেন না ক্রিকেটাররা : গাভাস্কার

আইপিএলের জন্য জাতীয় দলে সেরাটা দেন না ক্রিকেটাররা : গাভাস্কার