অপরিবর্তিত টি-টোয়েন্টি দল, ভারত সফরে নেই হেটমায়ার ও লুইস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৫ এএম, ৩১ জানুয়ারি ২০২২
অপরিবর্তিত টি-টোয়েন্টি দল, ভারত সফরে নেই হেটমায়ার ও লুইস

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলা পাঁচ ম্যাচ সিরেজের দল নিয়েই ফেব্রুয়ারিতে ভারত সফরের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন ক্যারিবীয়রা। ভারত সিরিজের জন্য ইংল্যান্ডের বিপক্ষে ১৬ সদস্যের টি-টোয়েন্টি দলে কোন পরিবর্তন না আনায় স্কোয়াড ফেরা হয়নি দুই হার্ড-হিটার শিমরন হেটমায়ার এবং এভিন লুইসের।

শারীরিক ফিটনেসের কারণে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে জায়গা হারিয়েছিলেন হেটমায়ার। আর করোনায় আক্রান্ত হওয়ায় ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলেননি লুইস। ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজের দলে হেটমায়ার ও লুইস ফিরবেন বলে ধারণা করা হয়েছিল। তবে ফিটনেস সমস্যায় দলে সুযোগ পেলেন না হেটমায়ার। বর্তমানে পিএসএল খেলতে পাকিস্তানে আছেন হেটমায়ার।

ভারত সফরের জন্য সম্প্রতি ওয়ানডে দলও ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই দলের ১১ জন আছেন টি-টোয়েন্টি স্কোয়াডে। নিয়মিত অধিনায়ক কাইরন পোলার্ডের ডেপুটি নিকোলাস পুরান।

চলমান ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ভালো পারফর্ম করছেন ওয়েস্ট ইন্ডিজ দল। ব্যাট-বল হাতে পারফরমেন্স করে চার ম্যাচ শেষে সিরিজটি ২-২ সমতা রয়েছে।

ভারত সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে দল। ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ সিরিজটি ৬, ৯ ও ১১ ফেব্রুয়ারি আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। এরপর ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল
কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, শেল্ডন কটরেল, ডমিনিক ড্রেকস, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, ব্রান্ডন কিং, রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ, কাইল মায়ার্স ও হেইডেন ওয়ালশ জুনিয়র।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মঈন আলির অলরাউন্ড পারফর্ম্যান্সে সমতায় ইংল্যান্ড

মঈন আলির অলরাউন্ড পারফর্ম্যান্সে সমতায় ইংল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ফিরলেন রোচ-বোনার-কিং 

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ফিরলেন রোচ-বোনার-কিং 

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ভারতীয় স্কোয়াডে চমক

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ভারতীয় স্কোয়াডে চমক

আইপিএল নিলামের কারণে ভারত-উইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন

আইপিএল নিলামের কারণে ভারত-উইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন