আইসিসির টি-টোয়েন্টি বর্ষসেরা রিজওয়ান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৮ পিএম, ২৩ জানুয়ারি ২০২২
আইসিসির টি-টোয়েন্টি বর্ষসেরা রিজওয়ান

পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের জন্য ২০২১ সালটা স্বর্ণাক্ষরে খোদাই করে রাখার মতো একটা বছর। নিজেকে ফিরে পাওয়া থেকে শুরু করে টি-টোয়েন্টি বিশ্বকাপে রানের বন্যা বইয়ে দেয়া। সবই করেছেন এই সময়ে। নিজেকে যেমন উজাড় করে দিয়েছেন রিজওয়ান, ক্রিকেট তেমন দুই হাত ভরে দিয়েছে তাকে

তারই স্বীকৃতিস্বরূপ এবার আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কারটাও নিজের করে নিয়েছেন রিজওয়ান। রোববার (২২ জানুয়ারি) ২০২১ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের নাম ঘোষনা করে আইসিসি। বছরজুড়ে দারুণ পারফর্ম্যান্স করায় পুরুষদের বিভাগে পুরস্কারটা গেছে রিজওয়ানের হাতে। নারীদের বিভাগে এই পুরস্কার পেয়েছেন ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট।

২০২১ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট ২৯টি ম্যাচ খেলেছেন রিজওয়ান। তাতে ৭৩ দশমিক ৬৬ গড়ে রান করেছেন ১৩২৬। স্ট্রাইক রেট ১৩৪ দশমিক ৮৯। ব্যাট ছাড়াও উইকেটের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রিজওয়ান। টি টোয়েন্টি বিশ্বেকাপে পাকিস্তানের সেমিফাইনাল খেলার পিছনে সিকিভাগ অবদান ছিলো এই উইকেটরক্ষক ব্যাটারের। টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।

আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়ে দারুণ উচ্ছ্বাসিত রিজওয়ান। তিনি বলেন, ‘খেলার সংক্ষিপ্ততম ফরম্যাটে বছরটা আমার জন্য ব্যক্তিক্রমী ছিল। আমাকে ভোট দেওয়ার জন্য আমার সকল সতীর্থ এবং শুভাকাঙ্ক্ষাদের কাছে আমি কৃতজ্ঞ। এই পুরস্কারটি আমাকে ২০২২ সালে এবং পরের সময়গুলোতে পাকিস্তানের জন্য ভালো করতে অনুপ্রেরণা যোগাবে।’

এমন অর্জনে সতীর্থ এবং কোচিং স্টাফের সকলকে কৃতিত্ব দিতে ভুলেননি রিজওয়ান। তিনি বএন, ‘আমি আমার সমস্ত সতীর্থ এবং কোচিং স্টাফদের ধন্যবাদ জানাতে চাই। যারা আমাকে পাকিস্তানের সাফল্যে অবদান রাখার জন্য যথেষ্ট প্রস্তুতি ও প্রশিক্ষণ দিয়ে সারা বছর সহায়তা করেছে। যেহেতু ক্রিকেট একটি দলীয় খেলা, আমি এই পুরস্কারটি আমার সতীর্থ এবং ভক্তদের উৎসর্গ করতে চাই।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শুরুর আগেই পিএসএলে করোনার হানা

শুরুর আগেই পিএসএলে করোনার হানা

হাসনাইনের বোলিং অ্যাকশনে সন্দেহ, দিতে হচ্ছে পরীক্ষা

হাসনাইনের বোলিং অ্যাকশনে সন্দেহ, দিতে হচ্ছে পরীক্ষা

পিএসএলের ধারাভাষ্যে তারকার হাট

পিএসএলের ধারাভাষ্যে তারকার হাট

কঠিন সময়ে সরফরাজকে পাশে পেয়েছিলেন বাবর আজম

কঠিন সময়ে সরফরাজকে পাশে পেয়েছিলেন বাবর আজম