কয়েকদিন আগেই আয়ারল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হারতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। তবে ঘরের মাঠে নতুন সিরিজে নতুন ফরম্যাটে ঘুরে দাঁড়িয়েছে ক্যারিবীয়রা। প্রথম টি-টোয়েন্টিতে তারা ইংল্যান্ডকে হারিয়েছে ৯ উইকেটের বড় ব্যবধানে। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল ক্যারিবীয়রা।
শনিবার (২২ জানুয়ারি) ব্রিজটাউনের কিংস্টোন ওভালে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল দুই দল। টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানান উইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ক্যারিবীয়ান বোলারদের সামনে কঠিন পরীক্ষা দিতে হয় ইংলিশ ব্যাটারদের। পাওয়ারপ্লে’র ৬ ওভারেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে বসে ইংল্যান্ড। এদের মধ্যে এক জেমস ভিন্স (১৪) ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।
টপ অর্ডারের ব্যাটিং ধ্বস সামলাতে পারেনি মিডল অর্ডারও। তাতে ৪৯ রানেই ৭ উইকেট হারিয়ে বসে এইউন মরগ্যানের দল। তখন ইংলিশদের সামনে চোখ রাঙ্গানি দিচ্ছিলো নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন রানে গুটিয়ে যাবার লজ্জা। তবে অলরাউন্ডার ক্রিস জর্ডান ও স্পিনার আদিল রশিদের কল্যাণে সেই লজ্জায় পড়তে হয়নি ইংল্যান্ডকে।
জর্ডানের ২৮ এবং রশিদের ২২ রানে ভর করে ১৯ দশমিক ৪ ওভারে ১০৩ রান থামে ইংল্যান্ড। ক্যারিবীয়ানদের পক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করে ৪ ওভারে ৭ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন পেস অলরাউন্ডার জেসন হোল্ডার। বাকিদের মধ্যে শেলডেন কটরেল নেন ২ উইকেট।
১০৪ রানের জবাবে খেলতে নেমে উদ্বোধনী জুটিতেই ৫২ রান তুলে ফেলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ব্রেন্ডন কিং এবং শাই হোপ। ২৫ বলে ২০ রান করে শাই হোপ বিদায় নিলে ভাঙ্গে এই জুটি।
এরপর ওয়ানডাউনে নামা নিকোলাস পুরানকে নিয়ে বাকি পথটা নিরাপদেই পাড়ি দিয়ে দলকে ৯ উইকেটের জয় এনে দেন কিং। কিং অপরাজিত থাকেন ৫২ রানে। পুরান করেন ২৭ রান। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ইংল্যন্ডকে ধসিয়ে দিয়ে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন হোল্ডার।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]