টি-টোয়েন্টি ক্রিকেটে ৩শ ম্যাচের মাইলফলক স্পর্শ করার ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং ফিগারের নজির গড়লেন আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ খান। বুধবার (১২ জানুয়ারি) অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) অ্যাডিলেড স্টাকর্সের হয়ে খেলতে এ রেকর্ড গড়েন তিনি।
ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটে রশিদ খানের এ ম্যাচটি ছিল ৩শতম। বিশ্বের ৪০তম ক্রিকেটার হিসেবে ৩শ ম্যাচ খেলার ক্লাবে প্রবেশ করেন রশিদ খান। শুধু তাই নয়, এমন মাইলফলক স্পর্শ করা ম্যাচে টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন তিনি।
ব্রিজবেনের মাঠে ব্রিজবেন হিটের বিপক্ষে ৪ ওভার বল করে ১৭ রানে ৬ উইকেট নেন রশিদ খান। ৪ ওভার বল করার সময় দু’বার হ্যাটট্টিকের সম্ভাবনা জাগিয়েছিলেন তিনি। তবে সফল হতে পারেননি আফগানিস্তানের এ অলরাউন্ডার।
বল হাতে বিগ ব্যাশের ইতিহাসে সেরা বোলিং ফিগারের তালিকায় তৃতীয়স্থানে জায়গা করে নেন রশিদ। তার আগে আছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ও নিউজিল্যান্ডের ইশ সোধি। ২০২১ সালে মেলবোর্ন স্টার্সের হয়ে ৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন মালিঙ্গা। আর ২০১৭ সালে অ্যাডিলেড স্টাকর্সের হয়ে ১১ রানে ৬ উইকেট নিয়েছিলেন সোধি।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩শ ম্যাচে ৪২০ উইকেট রশিদের। এ ক্ষেত্রে চতুর্থস্থানে রয়েছেন তিনি। তার উপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো (৫৫৩), দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির (৪৩৫), ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন (৪২৫)। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে রশিদের সেরা বোলিং ফিগার ৩ রানে ৫ উইকেট।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]