আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কমপক্ষে ৪ হাজার রান ও ৩শ’ উইকেট শিকার করার দ্বারপ্রান্তে বাংলাদেশের টেস্ট ও ছোট ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে গতকাল রাতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২৭ রান করে এই ফরম্যাটে ৪ হাজার রান পূর্ণ করেন সাকিব। পাশাপাশ ২ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের শিকার সংখ্যা ২৯৯তে পৌছেছেন সাকিব।
আর মাত্র ১ উইকেট পেলেই টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কমপক্ষে ৪ হাজার রান ও ৩শ’ উইকেট শিকারের মালিক হবেন বাংলাদেশি এ অলরাউন্ডার।
ইতোমধ্যে টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ৪ হাজার বা তারও বেশি রান ও ৩শ’ বা তারও বেশি উইকেট শিকার করেছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। ব্যাট হাতে ৫’হাজার ৫৮২ রান করার পাশাপাশি ৪১৩ উইকেট শিকার করেছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে ব্রাভোই এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারী।