টি-টোয়েন্টিতে স্লো ওভারে ম্যাচ চলাকালেই শাস্তি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৮ পিএম, ০৭ জানুয়ারি ২০২২
টি-টোয়েন্টিতে স্লো ওভারে ম্যাচ চলাকালেই শাস্তি

ক্রিকেটে স্লো ওভার রেটের কারণে সংশ্লিষ্ট দলকে শাস্তি ছাড়াও গুণতে হয় জরিমানা। সেটি হয়ে হাতে ম্যাচ শেষে আম্পায়ার-রেফারিতে পরামর্শে। তবে সেটি আর থাকছে না। ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটে এখন থেকে স্লো ওভার রেটের কারণে ম্যাচ চলাকালেই সংশ্লিষ্ট দলকে ভোগ করতে হবে শাস্তি। এছাড়া জরিমানা আগের মতোই থাকছে।

শুক্রবার (৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি এ তথ্য জানিয়েছে।

বলা হয়, টি-টোয়েন্টি ম্যাচ চলাকালে কোনো দল নির্ধারিত সময়ের মধ্যে বল করা সম্পন্ন করতে না পারলে সংশ্লিষ্ট দলকে পেনাল্টি খেতে হবে। পেনাল্টির শাস্তি হিসেবে ইনিংসের বাকি সময় যে কয়জন ফিল্ডার ৩০ গজের বাইরে থাকার কথা, তা রাখা যাবে না। ৩০ গজের বাইরে তার চেয়ে একজন ফিল্ডার রেখে খেলতে হবে। যার ফলে ব্যাটাররা বাড়তি সুবিধা পাবেন।

বিজ্ঞপ্ততি আরও জানানো হয়, চলতি জানুয়ারির ১৬ তারিখ থেকে শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে এ নিয়মের প্রচলন হবে। এছাড়া পুরুষদের পাশাপাশি মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটেও এ নিয়ম প্রযোজ্য হবে।

এছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে আরও একটি পরিবর্তনের কথা বলা হয়েছে। তা হলো- প্রতিটি ইনিংসের মাঝামাঝি সময়ে আড়াই মিনিটের একটি ঐচ্ছিক পানি পানের বিরতি নেওয়া যেতে পারে। তবে সেক্ষেত্রে সিরিজের শুরুতে দুই দলের দলনেতার পরামর্শ ক্রমে হবে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টির বর্ষসেরায় মনোনিত বাটলার-হাসারাঙ্গা-মার্শ-রিজওয়ান

টি-টোয়েন্টির বর্ষসেরায় মনোনিত বাটলার-হাসারাঙ্গা-মার্শ-রিজওয়ান

অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভূক্তির শেষ চেষ্টায় আইসিসি

অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভূক্তির শেষ চেষ্টায় আইসিসি

আইসিসির নতুন সিইও জিওফ অ্যালারডাইস

আইসিসির নতুন সিইও জিওফ অ্যালারডাইস

বিসিসিআইয়ের পরিবর্তে ভারতকে কর দিবে আইসিসি

বিসিসিআইয়ের পরিবর্তে ভারতকে কর দিবে আইসিসি