স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। তবে সিরিজ শুরুর আগে দলের সদস্যদের শরীরে করোনা শনাক্ত হওয়ায় বড় ধরনের ধাক্কা খেয়েছে উইন্ডিজ। এমন ধাক্কা নিয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে তারা। এদিকে, বাংলাদেশের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সিরিজ জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় পাকিস্তান।
সোমবার (১৩ ডিসেম্বর) করাচিতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি।
পাকিস্তানের বিপক্ষে সিরিজে সফরকারীদের হয়ে খেলছেন না নিয়মিত অধিনায়ক কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, এভিন লুইস, জেসন হোল্ডার, লেন্ডল সিমন্স ও শিমরন হেটমায়ার। এদের সকলেই সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ছিলেন। ইনজুরির কারণে সিরিজ থেকে সরে গেছেন পোলার্ড।
মূল খেলোয়াড়দের সাথে কটরেল-চেজ-মায়ার্সের ছিটকে যাওয়াটা ওয়েস্ট ইন্ডিজের জন্য হতাশার। তারপরও দলের অন্যান্য খেলোয়াড়দের নিয়ে লড়াই করার ইঙ্গিত দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ভারপ্রাপ্ত অধিনায়ক নিকোলাস পুরান।
তিনি বলেন, ‘দলের মূল খেলোয়াড়দের অনেকেই এ সিরিজে নেই। এর মধ্যে তিন খেলোয়াড়ের করোনাভাইরাসের কারণে ছিটকে যাওয়াটা স্বাভাবিকভাবে হতাশার। তারপরও আমরা সিরিজে নিজেদের উজার করে দেব। পাকিস্তান শক্তিশালী দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরমেন্সের পর বাংলাদেশের মাটিতে সিরিজ জিতেছে। আমাদের জন্যও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের রেকর্ড ঈর্ষণীয়। ক্যারিবীয়দের বিপক্ষে সর্বশেষ পাঁচ সিরিজই জিতেছে পাকিস্তান। এছাড়া সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে রয়েছে পাকিস্তান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় ম্যাচে পাঁচটিতে দাপটের সাথে জয় তুলে নিয়েছিল বাবর আজমের দল। এরপর বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজও জিতেছে পাকিস্তান। আত্মবিশ্বাসে ভরপুর পাকিস্তান দল সিরিজ জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায়।
অধিনায়ক বাবর আজম বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের রেকর্ড খুবই ভালো। এছাড়া সম্প্রতি দলের খেলোয়াড়রাও দারুণ ছন্দে। দল হিসেবে আমরা খুবই ভালো করছি। এটি ধরে রাখতে হবে এবং আরও একটি সিরিজ জিততে হবে।’
এখন পর্যন্ত ১৮টি টি-টোয়েন্টিতে ১২টিতে জয় পাকিস্তানের এবং ৩টিতে জয় ওয়েস্ট ইন্ডিজের। ৩টির ম্যাচ পরিত্যক্ত হয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শ্রীলঙ্কার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় ওয়েস্ট ইন্ডিজ। আর বিশ্বকাপে সুপার টুয়েলভ থেকে বিদায় নেয় ক্যারিবীয়রা। পাঁচ ম্যাচের মধ্যে ১টিতে জিতে তারা।
পাকিস্তান দল
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি এবং উসমান কাদির।
ওয়েস্ট ইন্ডিজ দল
নিকোলাস পুরান (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, ডমিনিক ড্রেকস, শাই হোপ, আকিল হোসেন, ব্রেন্ডন কিং, গুদাকেশ মোটি, রোমারিও শেফার্ড, ওডিয়ান স্মিথ, ওশানে থমাস ও হেইডেন ওয়ালশ জুনিয়র।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]